এক হতাশাগ্রস্ত মহিলা তার স্বামীকে সঠিকভাবে ইনস্টল করার জন্য সহায়তা চেয়ে এক টেক সাপোর্টকে লিখেছেনঃ
প্রিয় টেক সাপোর্ট,
গত বছর আমি আমার প্রেমিক ৫.০ থেকে স্বামী ১.০ তে উন্নীত করেছি। কিন্তু এখন লক্ষ্য করছি, সামগ্রিক সিস্টেমের কর্মক্ষমতার মধ্যে ব্যক্তি স্বাতন্ত্র্যের মন্দার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এই মন্দার কারণটি শুরু হলো বিশেষ করে, যখনই আমি ফুল ৩.৫ এবং গহনা ২.০ এই আবেদন গুলো করেছি। অথচ প্রেমিক ৫.০ এর অধীনে ঠিকই নিঁখুতভাবেই পরিচালিত হচ্ছিল।
উপরন্তু, স্বামী ১.০ এখন অন্যান্য অনেক মূল্যবান প্রোগ্রাম আনইনস্টল করেছে, যেমন প্রণয় ৯.০ এবং ব্যক্তিগত দৃষ্টি আকর্ষণ ৬.৫ ইত্যাদি।
তারপরই কিছু অবাঞ্চিত প্রোগ্রাম যেমন, সংবাদ ৫.০, টাকা ৩.০ এবং ক্রিকেট ৪.০ এই ধরনের প্রোগ্রামগুলো ইনস্টল করে ফেলেছে।
কথোপকথন ৮.০ এখন আর চালানো যায় না এবং বাড়ি পরিষ্কার ২.৬ করা সিস্টেমটা কেবলমাত্রই বিপর্যস্ত হয়ে পড়েছে। দয়া করে লক্ষ্য করুন যে, আমাকে এই সমস্যা সমাধানের জন্য বিরক্তি ৫.৩ কে চলমান করার চেষ্টা করতে হচ্ছে। কিন্তু আমি এখন দিনে দিনে সত্যি সত্যিই অধৈর্য হয়ে পড়ছি।
এখন আপনিই বলুন, এমনি অবস্থায় আমি করতে পারি?
স্বাক্ষরিত,
হতাশাগ্রস্ত মহিলা।
তারপরই সেই মহিলা উত্তর পেলেন সেই টেক সাপোর্টের কাছ থেকে, যেমনঃ
প্রিয় হতাশাগ্রস্ত মেডাম,
প্রথমেই মনে রাখবেন, প্রেমিক ৫.০ হলো একটি বিনোদন মূলক প্যাকেজ, যেহেতু স্বামী ১.০ হলো অপারেটিং সিস্টেম।
সুতরাং দয়া করে আপনি কমান্ড লিখুন, "আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো"। এইচটিএমএল লিখুন এবং চোখের পানি ৬.২ ডাউনলোড করতে চেষ্টা করুন। এবং ভুলবেননা যেন, অপরাধবোধ ৩.০ আপডেট ইনস্টল করতে। যদি এই পরিকল্পিত মত আবেদন কাজ করে, তাহলে স্বামী ১.০ স্বয়ংক্রিয়ভাবে আপনার আবেদন গুলো যেমন, ফুল ৩.৫ এবং গহনা ২.০ তিনি তখন চালাবেন অবশ্যই।
যদিও আপনার উপরোক্ত আবেদন গুলোর কারণে, আপনার স্বামী ১.০ ধার্য হতে পারে, তবুও আপনাকে নীরবতা ২.৫ এবং কিছু শুভ মুহূর্ত ৭.০ অথবা সবসময় কাছাকাছি থেকে সঙ্গ দেওয়া ৬.১ ইত্যাদি করে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যে, জোরে জোরে নাক ডাকার মত খারাপ কোনো প্রোগ্রাম যেন ডাউনলোড না হয়ে যায়।
যাইহোক, আপনি যাই করবেন ভেবে চিনতে করবেন, যেন কোনো পরিস্থিতেই আপনার মা অর্থাৎ উনার শাশুড়ি ১.০ কে ইনস্টল করবেন না। নয়তো এটা শেষ পর্যন্ত পটভূমিতে একটা ভাইরাস এসে ঢুকে যাবে এবং তাতে করে আপনার সব সিস্টেম রিসোর্সের নিয়ন্ত্রণ বাজেয়াপ্ত হয়ে যাবে নিমিষেই।
উপরন্তু, দয়া করে আপনার প্রেমিক ৫.০ প্রোগ্রামটি পুনরায় ইনস্টল করার প্রচেষ্টা করবেন না। কারণ, এই অসমর্থিত আবেদনটির জন্য আপনার স্বামী ১.০ বিপর্যস্ত হতে পারে।
তাই সংক্ষেপে বলা যায়, স্বামী ১.০ হলো একটি মহান প্রোগ্রাম। কিন্তু এটিতে একটি সীমিত মেমরি আছে এবং তাই দ্রুত নূতন কোনো আবেদন শিখাতে পারবেন না।
আপনি বরং মেমরি এবং কর্মক্ষমতার উন্নতির জন্য অতিরিক্ত সফটওয়ার কেনার জন্য বিবেচনা করতে পারেন। সবশেষ আমাদের পরামর্শ থাকলো, ভালো রন্ধন ৩.০ এবং দৃষ্টিনন্দন ৭.৭ হয় সেই দিকে খেয়াল রাখবেন।
শুভকামনা রইলো মেডাম।
টেক সাপোর্ট।
বিঃদ্রঃ অনলাইন থেকে সংগৃহীত এবং অজানা লেখকের এই রসরচনাটি বাঙলা অনুবাদ করে সবার সাথে শেয়ার করলাম। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।