তোমার হৃদয়ের গলনাঙ্ক কত জানার সাধ হয় ।
আমার থার্মোমিটারে সেই মাত্রার পরিমাপক আছে কীনা?
কতটুকু সুপ্ততাপ এ মনের আগ্নেয়গিরিতে পুঞ্জীভূত হয়েছে জানা নেই
সেই প্রস্তর যুগ থেকে জমছে উত্তাপ আর ছুটছে প্রেরণার টগবগে ঘোড়া
সেটি যথেষ্ট কী না বহু কাঙ্খিত তোমার প্রস্তর উপত্যকা পুড়ে খাঁটি সোনা গড়তে ?
পারবো কী না বইয়ে দিতে তাতে প্রেমের জলপ্রপাত?
হৃদয় গলনের সূত্র গড়ে পারবো কী ঝরাতে প্রেমের বারিপাত?
বোস-আইনস্টাইন থিওরীর মতন যৌথ কোন প্রয়াস হতে পারে কী ?
নিউটনের তৃতীয় সূত্র কী প্রযোজ্য হতে পারে না প্রেমে ?___ভালবাসার বিনিময়ে ভালবাসা___ সমানে সমান প্রতিদান ।
না কী অন্য কোন সূত্র মেনে চলে তোমার হৃদয় ? যেটির আবিষ্কার হয়নি এখনো।
কিসে বিগলিত তোমার হৃদয়? কেমনে তা আবেগাপ্লুত হয়? আদরে সোহাগে নাকি প্রচন্ড পরাভবে? কিসের প্রেরণায় তোমার সোনার পদযুগল ছড়িয়ে দাও ময়ূরীর পেখম তোলার মত।
ফাগুণের মাতাল হাওয়ায় ,নাকী চৈত্রের দাবদাহে ভরদুপুরে অলস বেলায় !
তোমার হৃদয় গলাতে কতটুকু প্রেরণা চাই ?
তোমার ভালবাসার প্রেরণা বিকশিত হয় কতটুকু আর্চনায় ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।