আমাদের কথা খুঁজে নিন

   

ক্যামনে ক্যামনে ৫ বছর হয়ে গেল !!

স্বপনের সমাধি খোঁড়া এ জীবন ... মনের গোপন ঘরে যে শ্বাপদ ঘর করে তাকেই লালন করে চলা এ জীবন!

ব্যক্তিগত ব্যস্ততার কারনে অনেকদিন ব্লগে লেখা হয় না; কিছুদিন আগেও সামু ছিল আমার সবচেয়ে বেশী ভিজিটেড সাইট, আর এখন এমন অনেক দিন আছে সামুতে ঢূ মারাই হয় না। আজ একটি পোষ্টে কমেন্ট করতে গিয়ে লগ ইন করে দেখি সামুতে আমার বয়স ৫ বছর হয়ে গেছে। অন্যরকম একটা ভাললাগা কাজ করল!!

আমার ব্লগের নাম তোমোদাচি (জাপানী শব্দ) অর্থ- বন্ধু; ব্লগে আমার প্রথম স্ট্যাটাস ও ছিল “আরও কিছু বন্ধু বানাতে এখানে আসা”। সত্যিই, এই পাঁচ বছরে অনেক গুলো ভাল বন্ধু পেয়েছি এখানে। হোক না সে ভার্চুয়াল; সবকিছুর শেয়ারিং তো এখানেই! এই পাঁচ বছরে দেড়শ এর উপরে পোষ্টে আর অসংখ্য মন্তব্যে/জবাবে আমার এমন কোন উল্লেখযোগ্য ঘটনা / অনুভুতি নেই যা আমি শেয়ার করিনি সামুর বন্ধুদের সাথে। এই দীর্ঘ সময় সাথে থাকার জন্য সামুর বন্ধুদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা!

নতুন কিছু লেখার মত সময়/ স্থিরতা নেই; তারচেয়ে বরং একটু সৃতি চারণ করিঃ

সামুতে আমাকে প্রথম পরিচিত করে আমার পোলার জন্য বানানো বই নিয়ে এই পোস্ট
পোলা'র জন্য একখান বই বানালাম, দেখেন তো কেমন হলো? (পোষ্টের বয়স ৩ বছরের বেশী হয়ে গেছে, এখনো মাঝে মাঝে কমেন্ট পাই, বইটা পাঠানোর রিকোয়েস্ট নিয়ে)

সামুতে প্রথম স্টিকি পোস্ট ওসাকা থেকে বলছি- May we help you? (জাপানের সুনামীর সময়ে)

সবচেয়ে বেশী হীট, কমেন্ট ছিল এই ষ্টিকি পোষ্টে ঃ
গ্রামীন ব্যাংকের সুদ - সামুর অর্থনীতিবিদগণের বক্তব্য চাই !!! (৫০ হাজারেরও বেশিবার পড়া হয়েছে এই পোষ্টটি)


জাপান এবং জাপানিজদের নিয়ে লেখা সিরিজ পোষ্ট টি অনেকেই পছন্দ করেছিলেন (শেষ পোষ্টটি এটা; অন্য পোস্ট গুলোর লিঙ্ক এখানে আছে)

কয়েকদিন আগে নির্লজ্জ আত্মপ্রচারণা মূলক এই পোস্টও অসংখ্য কমেন্ট পেয়ে / লাইক পেয়ে নিশ্চিত হলাম, সামুতে সত্যিই আমার কিছু অন্ধ শুভাকাঙ্ক্ষী তৈরি হয়েছে!


ব্যস্ততা একটু সামাল দিতে পারলেই আমার সামুতে নিয়মিত হব আশা করি;

তত দিন ভাল থেক বন্ধু … … … !!!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.