এখানেই প্রশ্ন আসে রাষ্ট্রের তরফ থেকে অসম আচরণ ও সাংস্কৃতিক ভিন্নতার রাজনীতির। কেননা সবিতা একদিকে যেমন একজন আদিবাসী এবং অন্যদিকে একজন নারী। ফলে নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি ও আদিবাসী মানুষের প্রতি রাষ্ট্রের বিমাতাসুলভ আচরণ সবিতা চাকমা ঘটনার মধ্য দিয়ে গভীর কোনো সাংস্কৃতিক রাজনীতির ইঙ্গিত দেয়। তাই সমাজের বিদ্যমান অসম ব্যবস্থা এবং সাংস্কৃতিকভাবে ভিন্ন জাতিসত্তার প্রতি রাষ্ট্রের যে আচরণ তা এ ধরনের ঘটনার সংঘটন এবং তার পরবর্তী পদক্ষেপ উপলব্ধির ক্ষেত্রে রাষ্ট্রের চরিত্র ও এর সাংবিধানিক দায়িত্ব-কর্তব্যের বিষয়টি আমাদের সামনে একটি নেতিবাচকতার ইমেজ নিয়ে হাজির করে। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।