একটি কবিতা লিখবো বলে-
যৌবন অবধি বসে আছি
আমার সুখের দাঁড়িতে পাক ধরেছে
জীবন থাকতেই যৌবন চলে গেল।
অথচ, কবিতা-ই আমার সব।
একদিন কবিতাকে বললাম-
আমি যদি কবি হই
তুমি কি কবিতা হবে ?
ভুবন ভোলানো অথচ নির্মম এক হাসিতে
কবিতা বললো - ‘আস্সালামু আলাইকুম,
আমি আপনার ছোট বোনের মত’।
কবিদের অনেকেই নাকি প্রতিবাদী হয়।
কিন্তু, কবিতার সাথে কি প্রতিবাদ খাটে ?
আরে - কবিতা - ই - তো আমার সব।
কবিতার স্বপ্নে স্বপ্নদোষী হয়েছি
একদিন কবি হব বলে-
সবিতা’র কাছেও অন্যায় আবদার করলাম।
সবিতা আমার কবি সত্ত্বায় আঘাত করল।
বলল ‘কবি হতে কবিতা লাগে না -
সরকারের তোষামোদি করেন -
দেখবেন অটোমেটিক.............’।
লালদীঘির মাঠে কবিতার ঢঙে
প্রায়ই কবিতা শোনা যায়।
ব্রিটিশ অবধি বাংলাদেশ
কবিতার নেইকো শেষ।
জনবহুল মাঠে কবিতা ছন্দ পায় না।
একটি কথা কবিতাকে আমি
এখনও বোঝাতে পারিনি -
নিরবতাই কবি’র একমাত্র অবলম্বন -
কবিতাকে সেখানেই মানায়।
অথচ জনারণ্যে কবিতা’র অপব্যবহার
আহ! কি নির্মম
আমি কবি হতে পারিনি
অথচ, কবিতা - ই আমার সব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।