রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফারুক বলেন, “আমি কখনো ভাবতেই পারিনি বাংলাদেশ আফগানিস্তানের কাছে হারবে। এই হারে আমি ভীষণ কষ্ট পেয়েছি। এতো ক্যাচ ছাড়লে জেতা সম্ভব নয়। ফিল্ডিংয়ের এই দুরবস্থা হঠাৎ করে হয়নি। এটা এক দিনের নয়, অনেক দিনের রেশ।
”
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক মনে করেন, কয়েকজন তারকা ক্রিকেটারের অনুপস্থিতি এবং দলের কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যের ছন্দহীনতা বাংলাদেশকে বিপদে ফেলে দিয়েছে।
“কয়েকজন কার্যকর খেলোয়াড়ের হঠাৎ ছন্দ হারিয়ে ফেলা দলের জন্য মোটেও ভালো হয়নি। এই ধাক্কা সামাল দেয়া সম্ভব হচ্ছে না। ”
আফগানিস্তানের কাছে হেরে যাওয়ার পর অধিনায়ক মুশফিকুর রহিমও ফিল্ডিং নিয়ে হতাশা প্রকাশ করেন। ৯০ রানে অপরাজিত আসগর স্তানিকজাই অন্তত দুবার সহজ ক্যাচ দিয়েও বেঁচে যান।
খেলা শেষে মুশফিক বলেন, “ফিল্ডিংয়ে কোথায় সমস্যা তা যদি জানতাম, তাহলে তো এক দিনেই সমস্যার সমাধান করে ফেলতাম। অনুশীলনে আমরা ভালো করার যথাসাধ্য চেষ্টা করছি। একটা ক্যাচের গুরুত্ব কী, খেলোয়াড়রা তা ভালো মতোই জানে। ”
ভারতের বিপক্ষে আগের ম্যাচে একবার ‘জীবন’ পাওয়া বিরাট কোহলির দুর্দান্ত শতকের কাছে হার মানতে হয়েছে বাংলাদেশকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।