আমাদের কথা খুঁজে নিন

   

টাইম ম্যাগাজিনের জন্মিদন আজ

বিশ্বের অন্যতম প্রভাবশালী ইংরেজি সাময়িকী টাইম ম্যাগাজিনের জন্মদিন আজ সোমবার। ১৯২৩ সালের ৩ মার্চ ব্রিটন হেডেন এবং হেনরি রবিনসন লুসের তত্ত্বাবধানে যাত্রা শুরু হয় এই ম্যাগাজিনের।

যুক্তরাষ্ট্র থেকে প্রতি সপ্তাহে মুদ্রণাকারে ম্যাগাজিনটি প্রকাশিত হয়। মূলত রাজনীতি এবং সমসাময়িক ঘটনাপ্রবাহকে ঘিরে এতে নিবন্ধ অন্তর্ভুক্ত হয়। এছাড়াও টাইম ফর কিড শিরোনামে শিশুদের উপযোগী সাময়িকী প্রকাশ করা হয়ে থাকে যাতে লম্বা ৮ পৃষ্ঠায় অধিক সংখ্যায় চিত্র ও ক্ষুদ্রাকৃতির নিবন্ধ রয়েছে।

প্রচারসংখ্যার দিক থেকে বিশ্বের সর্ববৃহৎ সাপ্তাহিক হিসেবে বিবেচিত টাইমের পাঠকসংখ্যা ২ কোটি ৫০ লাখ। তার মধ্যে ২ কোটিই মার্কিন। টাইম বর্ষসেরা ব্যক্তিত্ব টাইমের ইতিহাসে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সংখ্যা হিসেবে বিবেচিত। এর মাধ্যমে এক ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি দেয়া হয় যা ম্যাগাজিনটি বর্ষশেষ সংখ্যায় বৎসরের গুরুত্বপূর্ণ এবং আলোচিত ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করে। ওই সংখ্যায় এক বা একাধিক ব্যক্তি, দল, মতবাদ কিংবা বিষয়কে ঘিরে প্রতিবেদন কিংবা জীবন-বৃত্তান্ত তুলে ধরা হয়।

 বর্তমানে টাইমের ইন্টারনেট সংস্করণও পাওয়া যায়। এমনকি ইন্টারনেটেই তাদের ওয়েবসাইট থেকে যে কোনো কপি অর্ডার করা যায়।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.