রাজধানীতে তিনটি পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি বস্তি ও একটি রংয়ের গুদাম পুড়ে গেছে।
ফায়ার ব্রিগেড নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা আতিকুর রহমান জানান, সোমবার বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ১টার মধ্যে মিরপুরের মিল্কভিটা বস্তি, গেন্ডারিয়া রেলওয়ে বস্তি ও উত্তরায় আরএকে পেইন্টসের গুদামে এই অগ্নিকাণ্ড ঘটে।
এসব ঘটনায় কেউ হতাহত হননি। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আতিকুর রহমান জানান, সোমবার বেলা ১১টা ৫৫ মিনিটে মিরপুর ১০ নম্বর এলাকায় মিল্কভিটা বস্তির কয়েকটি ঘরে আগুন লাগে।
অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা বেলা সোয়া ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রায় একই সময় দয়াগঞ্জে গেণ্ডারিয়া রেলওয়ে বস্তির কয়েকটি ঘরে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা বেলা সাড়ে ১২টার দিকে সেখানেও আগুন নিভিয়ে ফেলেন।
আগুন দুই বস্তিতেই বেশ কিছু ঘর পুড়ে গেছে বলে আতিকুর রহমান জানান।
এদিকে বেলা পৌনে ১২টার দিকে উত্তরার তিন নম্বর সেক্টরে আলাউদ্দিন টাওয়ারের পেছনে আরএকে পেইন্টসের একটি গুদামে আগুন লাগে।
টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে এসব অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।