ময়মনসিংহের ত্রিশালের সাইনবোর্ড এলাকায় জেএমবির মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত তিন জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত রাজুকে ১০ দিনের রিমান্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে ডিবি পুলিশ ময়মনসিংহের ৪নং আমলি আদালতে হাজির করে রাজুর ১০ দিনের রিমান্ড চাইলে বিচারক ফারজানা ইয়াসমিন তা মঞ্জুর করেন।
রবিবার রাতে জামালপুর জেলার ইসলামপুর পৌর এলাকা থেকে রাজুকে গ্রেপ্তার করে ময়মনসিংহ ডিবি পুলিশ। ইসলামপুর পৌরসভার নটরকান্দা এলাকার মো. ইব্রাহিমের পুত্র রাজু আহমেদ রাজু ৪নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বলে জানিয়েছে পুলিশ।
ডিবির ওসি মাজেদুর রহমান জানান, ২৩ ফেব্রুয়ারি জেএমবির মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত তিন আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় যে ক'জন অংশ নেয়, তাদের একজন রাজু।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।