যুক্তরাষ্ট্রের ফোর্বস সাময়িকী ২০১৩ সালের সম্পদের ভিত্তিতে সোমবার ধনীদের যে তালিকা প্রকাশ করেছে, তাতে গেটসের নাম সবার ওপরে দেখা যায়।
এক হাজার ৬৪৫ জন বিলিওনিয়ারের ওই তালিকায় স্থান করে নিয়েছেন ৫৬ জন ভারতীয় এবং ১৫২ জন চীনা নাগরিক। তবে একক দেশ হিসেবে সর্বাধিক ধনীদের আবাস আগের মতোই যুক্তরাষ্ট্রে।
ফোর্বস বলছে, এক বছরে বিলিওনিয়ারদের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৬৪ লাখ কোটি ডলার, যা ২০১৩ সালের শুরুতে ছিল ৫৪ লাখ কোটি ডলারের সমপরিমাণ।
এছাড়া এবারের ধনীদের তালিকায় স্থান করে নিয়েছেন ১৭২ জন নারী, যা ১৩৮ বছরের ইতিহাসে সর্বোচ্চ।
গত ২০ বছর ধরে শীর্ষ ধনীদের তালিকায় ১৫ বারই প্রথম স্থানটি ছিল বিল গেটসের দখলে। কিন্তু ২০০৮ সালে মেক্সিকোর টেলিকম ব্যবসায়ী কার্লোস স্লিমের পেছনে পড়েন তিনি। পরবর্তী চার বছর শীর্ষ ধনীর আসনটি কার্লোস স্লিমের দখলেই ছিল।
ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, ২০১৩ সালজুড়ে বিল গেটসের সম্পদের পরিমাণ ৯০০ কোটি ডলার বেড়েছে। যার ফলে তিনি এখন ৭ হাজার ৬০০ কোটি ডলার সমপরিমাণ সম্পদের মালিক।
পুনরায় গেটস শীর্ষ অবস্থানে আসা প্রসঙ্গে ফোর্বস বলছে, বেশ ক’বছর দাতব্য ও সমাজকল্যাণমূলক কাজে ব্যস্ত থাকার পর গেটস গত বছর থেকে তার প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রোডাক্ট ম্যানেজারদের সঙ্গে সময় দিয়েছেন বেশি।
মূলত অ্যাপল ও গুগলের মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর কাছে বাজারে পিছিয়ে পড়াতেই গেটস এদিকে মনোযোগ দিয়েছেন বেশি।
কার্লোস স্লিম হেলু
ফোর্বসের তালিকায় ১ হাজার ৮৬০ কোটি ডলার সমপরিমাণ সম্পদ নিয়ে ভারতীয়দের মধ্যে শীর্ষে রয়েছেন রিলায়েন্স ইন্ডিয়া লিমিটেডের প্রধান মুকেশ আম্বানি।
তবে ২০০৮ সালে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় পঞ্চম হওয়ার পর থেকেই মুকেশ আম্বানির অবস্থান ‘ক্রমশ পড়ছে’ বলে মন্তব্য করেছে ফোর্বস।
মুকেশের ভাই আরেক ভারতীয় অনিল আম্বানি ৫০০ কোটি ডলার সমপরিমাণের সম্পদ নিয়ে ধনীদের তালিকায় ২৮১তম স্থানে রয়েছেন।
ভারতীয় অপর শীর্ষ ধনীদের মধ্যে আরসেলর মিত্তালের চেয়ারম্যান ও সিইও লক্ষ্মী মিত্তাল ১ হাজার ৬৭০ কোটি ডলারের সমপরিমাণ সম্পদ নিয়ে ৫২তম এবং উইপরোর চেয়ারম্যান আজিম প্রেমজি ১ হাজার ৫৩০ কোটি ডলারের সমপরিমাণ সম্পদ নিয়ে ৬১তম স্থানে রয়েছেন।
গত এক বছরে সবচেয়ে বেশি সম্পদ অর্জনকারী ব্যক্তির তালিকায় শীর্ষে রয়েছেন ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।
ফোর্বস বলছে, গত বছর ফেইসবুকের শেয়ারের ১৩০ শতাংশ দাম বেড়েছে। ফলে ২৯ বছর বয়স্ক জাকারবার্গের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৮৫০ কোটি ডলারের সমপরিমাণ, যা এক বছর আগেও ছিল এক হাজার ৫২০ কোটি ডলার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।