আমাদের কথা খুঁজে নিন

   

উত্তরা থানার ওসির বিরুদ্ধে সাংবাদিক হত্যার অভিযোগ

রাজধানীর উত্তরা পশ্চিম থানার ছাদ থেকে ‘পড়ে’ সাগর নামে এক সাংবাদিকের মৃত্যুর ঘটনায় গ্রেফতার আসামিদের রিমান্ড শুনানির জন্য বুধবার দিন ধার্য করা হয়েছে। গতকাল সোমবার তাদের ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুনানির নতুন তারিখ ধার্য করেন।

আসামিরা হলেন: নজরুল ইসলাম (মিস্ত্রি), ট্রাস্ট কলেজের অধ্যক্ষ বশির আহমেদ ও তার সহযোগী জাহিদুল ইসলাম এবং আনিছুর রহমান।

গত রবিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সাপ্তাহিক অপরাধ দমন নামের পত্রিকার সাংবাদিক শাহ আলম সাগর রহস্যজনকভাবে থানার ছাদ থেকে পড়ে যান এবং এর পর তার মৃত্যু হয়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানার এসআই হারুনার রশিদ বাদী হয়ে ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

এদিকে, সাগরকে উত্তরায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, পূর্ব শত্রুতার মীমাংসার কথা বলে মোবাইল ফোনে একটি সাপ্তাহিক পত্রিকার সাংবাদিক সাগরকে ডেকে নিয়ে যায় থানার এএসআই সোলাইমান। এরপর তাকে হত্যার পূর্বে তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করায় পুলিশ এবং ঠাণ্ডা মাথায় ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করে।

উল্লেখ্য, সাংবাদিক সাগর কিছুদিন আগে একটি সাপ্তাহিক পত্রিকায় উত্তরা ট্রাস্ট কলেজের অধ্যক্ষ ও মালিক বশির উদ্দিন ভূইয়ার বিরুদ্ধে লেখালেখি করেছিল এবং এর পরিপ্রেক্ষিতে থানায় উভয় পক্ষকে ডেকে নিয়ে আসা হয় মীমাংসার জন্য ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.