হঠাৎ শুন্যতা ...................
যখন বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনুরাগ তৈরী হচ্ছে আমার ভেতর তখন বাংলাদেশ ক্রিকেটের স্বপ্ন নিত্য ভেঙ্গে চুরমার করছে জিম্বাবুয়ে, কেনিয়া আর ভাড়াটে প্লেয়ার নিয়ে আমিরাত... তখন আমরা কোন স্ট্যাটাস চাই নি...শুধু চেয়েছি বিশ্বকাপে অংশ নিতে...তখন কুলিন দলের সাথে তিন অংকের ঘরে স্কোর নিতে পারলেই আবেগ ঘন হয়েছি...ধৈর্য ধরেছি আমরা...আমরা বিশ্বকাপে অবশেষে অংশ নিয়েছি...বীরের মতই নিয়েছি...এখন আমরা টেস্ট প্লেয়িং দেশ...এই পরিবর্তন মাত্র ১২/১৫ বছরে বছরে...এখন সংগ্রাম শেষ হয় নি...এখনও আমরা জিতলে কুলিনেরা ভ্রু কুঞ্চিত করে...অন্য কিছুর গন্ধ খুজে...এখনও আমাদের খেলার জন্য সিডিউল পেতে দুয়ারে-দুয়ারে ঘুরতে হয়...জানি একদিন পথের বাঁক ঘুরবে...কারন আমরা এর আগে আরও পথ হেটেছি...হয়তো পথ ছেড়ে আলে উঠে গেছি ভুলে...কিন্তু পথে ফিরেছি আবার...যেমন ফিরেছি আজ...আমরা এগিয়ে যাব...কারন ১৫ কোটি মুখের বোল আর ৩০ কোটি চোখের স্বপ্ন এক...আমাদের এগিয়ে যেতেই হবে...খেলে যাও সততার সাথে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।