জীবন একটা বাঁশ ঝাড়........খালি মুথা আর মুথা..... কিছুক্ষন আগে লেখাটা চোখে পড়লো "চিকিৎসার অভাবে বাক শক্তি হারিয়ে ধুঁকে ধুঁকে মরছেন রণাঙ্গণের বীর আলী আকবর" হ্যা এই দেশেই সম্ভব .................. এখানে রাজাকার হয় মন্ত্রী, মুক্তিযোদ্ধা হয় রিক্সা চালক,দেশের বড় নেতা চিকিৎসার জন্য বিদেশ যায়.....আর বীর মুক্তিযোদ্ধা ধুকে ধুকে মরে । ।
জানি আমার এই লেখা আনেকের অগোচরে থেকে যাবে। কারন আমরা দেখেও না দেখার ভান করতে অভ্যস্ত হয়ে গেছি। যদি কথা বলি তো আমাকে আর পাওয়া যাবে না কারন ঔসমস্ত ব্যক্তির আতে ঘাঁ লাগবে ...... আমরা প্রগতিশীল আর দেশপ্রেমিক সেজে যতটা পারি নিজের আখের গুছিয়ে নিই .....
জানি আমার কথায় তো আর সব বদলাবেনা, নেতা বদলাবে না, তাদের অনুসারি বদলাবে না।
।
শুধু বছরের কয়েকটা দিন তাদের স্মরন করেই নিজেদের স্বার্থ হাসিল করবো।
আর বছর বছর মুক্তিযোদ্ধা তালিকা উন্নয়ন করবো। । (২০৯৯ সালেও দেখাযাবে জীবীত কয়েক হাজার মুক্তিযোদ্ধা।
। )
ধিক্কার জানাই এইসব লোভীদের যারা নিজের স্বার্থে মুক্তিযোদ্ধাদের ব্যবহার করে । ।
বি:দ্র: দয়া করে কেউ চুলকাতে আসবেন না। তাহলে লাথি খাবেন।
।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।