আমাদের কথা খুঁজে নিন

   

রাজধানীতে তরুণীর ‘রহস্যজনক’ মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, সাদিয়া আক্তার নামে আনুমানিক ১৮ বছর বয়সী ওই তরুণীকে বুধবার সকালে হাসপাতালে নিয়ে আসেন বাদশা মিয়া ও জাহাঙ্গীর হোসেন বিপ্লব নামের দুই ব্যক্তি। এর মধ্যে বাদশা নিজেকে সাদিয়ার স্বামী ও বিপ্লবকে তার ভাই বলে পরিচয় দেন।

জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সাদিয়াকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

বাদশা ও বিপ্লব পুলিশের কাছে দাবি করেছেন, কল্যাণপুরের ২ নম্বর রোডের একটি আট তলা ভবনের সাত তলায় তাদের বাসা। ভোরের দিকে সাদিয়া আট তলার ছাদে উঠে লাফিয়ে পড়েন।

পরে তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।  

পরিদর্শক মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই দুইজনের কথা ও আচরণ সন্দেহজনক। জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে।   বিষয়টি তদন্ত করা জন্য  সংশ্লিষ্ট থানায় খবর দেয়া হয়েছে। ”

বাদশা পুলিশকে বলেছেন, তিন বছর আগে সাদিয়ার সঙ্গে তার বিয়ে হয়।

তাদের একটি সন্তানও হয়েছিল, কিন্তু বাঁচেনি।

সাদিয়ার বাবার নাম আব্দুল মতিন বলেও মেডিকেল ফাঁড়ি পুলিশকে জানিয়েছেন তিনি।

বাদশার মা হিসাবে পরিচয় দিয়ে শাহনাজ বেগম নামে এক নারীও মেডিকেল পুলিশ ক্যাম্পে আসেন। তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান মোজাম্মেল।




সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.