আমাদের কথা খুঁজে নিন

   

খেলা শান্তির দূত - আমরা শান্তিপ্রিয় বাঙ্গালী,অশান্তি চাই না।

দেশের একটি বৃহৎ রাজনৈতিক দলের ফ্যান পেইজে পাকিস্তানি জার্সি পরিহিতা একটি মেয়ের ছবি আপলোড করা হয়েছে। জানিনা সেকি বাঙ্গালী না পাকিস্তানী বংশোদ্ভুত। তবে পোস্টটাতে বলা হয়েছে সে বাঙ্গালী। ঐ পোস্টতার মধ্যে খেলার মত তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এমন এমন বিবেকবর্জিত ভাষায় ঐ মেয়েটাকে কটাক্ষ করা হয়েছে যা এখানে উল্লেখ করার মত না। যে ভাষা নিয়ে আমরা এত গর্ব করি,সেই ভাষায় এমন সব নোংরা আর অশ্লীল শব্দের অবাধ বিচরণ ঘটেছে সেই পোস্টটাতে তা একজন বাঙ্গালী হিসেবে কারোরই বিন্দুমাত্র সহ্য হবে না ।

অন্যদিকে যদি ঐ মেয়েটি পোস্টটি দেখতে পায়, তবে সে হয়তো আপমানে অভিমানে আত্মহত্যাও করতে পারে। আর লেখাগুলো যদি কোন বিদেশী ব্যক্তি গুগল ট্রান্সলেট করে পড়ে তবে সে গালাগালির ব্যাপারে একাত্তরের হানাদার বাহিনী আর আমাদের মাঝে কোন অমিল পাবে না। বরং আরো কয়েক ডিগ্রী বেশি। মানে তখন আমরা তাদের শত্রু ছিলাম, তাই তারা আমাদেরকে গালি মারতো। আর আজ আমরা আমাদেরকেই যা তা ভাষায় গালি মারছি।

কত আনন্দই না পাবে পাকিস্তানিরা এ ব্যাপারটা জানতে পেরে যে,৭১ এর বাঙ্গালী আর ২০১৪ এর বাঙ্গালী এর মাঝে বিন্দু পরিমাণ মিল নাই।

যারা ক্রিকেট নিয়া এত লাফাইতাছেন তাদেরকে বলছি,ভাই আপনাদের সকল দেশভক্তি যখন ক্রিকেট খেলাকেই কেন্দ্র করে করে তাহলে পাকিস্তানকে নিয়া এতো দুঃখ লাগলে ওদেরকে বাংলার মাটিতে খেলতে কেন আসতে দিসেন ? কেন এয়ারপোর্টে ওদের বাধা দেন নাই ? কেন ওদের হোটেল ঘেরাও দিতে যান নাই ? কেন তাদেরকে আমার দেশের পুলিশ দিয়ে নিরাপত্তা দিচ্ছেন ? কেন এদেশে ওদের খেলা নিষিদ্ধ করছেন না আপনারা ? কেন ওদের কাছে সমর্থন প্রার্থনা করে আইসিসির চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখেন আপনারা ? কেন পাকিস্তানিদেরকে আমাদের কোচ হিসেবে রেখেছেন ? বাঙ্গালির কাছে ওদের গ্যালারীর টিকেট কেন বিক্রি করতেছেন ? বাংলাদেশে পাকিস্তানি জার্সি বিক্রি-বহন কেন নিষেধ করতেছেন নাই ? জবাব দেন। পাখিরে খাঁচায় বন্দি রাখলেই তো পারতেন,পাখির স্বাধীনতার কথা বইলা খাঁচার বাহিরেও ছাড়বেন, আবার পাখি স্বাধীনভাবে চললে গালিও মারবেন। এ অধিকার কে দিল আপনাকে ? এ যেন আমাদের বিবেকের চরম পদস্থলন হচ্ছে দিনকে দিন।

আমাদের এটা বুঝা উচিত যে,খেলা আর শত্রুতা এক না।

খেলার সৃষ্টিই হইছে শত্রুতা মিটিয়ে বন্ধুত্বের জন্য। আমরা যারা ক্রিকেটপ্রেমী তাদের এতটুকু জ্ঞান না থাকলে আমি মনে করি তাদের খেলা দেখারই কোন যোগ্যতা নাই।

আমার দেশের খেলা হলে আমি অবশ্যই আমার দেশের সাপোর্টার। চাই আমার দেশ যেমনই খেলুক না কেন। কিন্তু অন্য দেশের খেলা হইলে আমি যেই strong>দেশকে না, যেই দেশের খেলাকে পছন্দ করি আমি সেই দেশের সাপোর্টার।

কারণ আমি খেলা দেখতে গেছি,দেশকে না।

অনেক কিছুই চাইছিলাম বলতে,তারপরও লেখাকে নাতিদীর্ঘই রাখলাম..। সবাই ভালো থাকুন। অনেক দিন পর লেখলাম। আমার লেখাটি পড়া হলে লেখার ব্যাপারে মন্তব্য করতে ভুইলেন না।

মানূষ ভূলের উর্দ্ধে নয়। ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.