ভারতের লোকসভা ভোটের দিনক্ষণ প্রকাশ করেছে দেশটির নির্বাচন কমিশন। গতকাল সকাল সাড়ে ১০টা নাগাদ দিলি্লর বিজ্ঞান ভবনে ১৬তম লোকসভার সময়সূচি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ভি এস সম্পত। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই দেশজুড়ে আদর্শ আচরণবিধি জারি হয়ে গেছে। এবারের লোকসভা নির্বাচন হবে মোট ৯ দফায়। প্রথম দফার ভোট শুরু হচ্ছে আগামী ৭ এপ্রিল, শেষ হবে ১২ মে।
পশ্চিমবঙ্গে মোট পাঁচ দফায় ভোট হবে। ভোট হবে ১৭, ২৪, ৩০ এপ্রিল এবং ৭ ও ১২ মে। ভোট গণনা ১৬ মে। এর আগে ২০০৯ সালে লোকসভার ভোট হয়েছিল পাঁচ দফায়। সেদিক থেকে বিচার করলে এবারই প্রথম সবচেয়ে বেশি দফায় নির্বাচন পরিচালনা করা হচ্ছে।
ভোটার সংখ্যা বেড়ে যাওয়া এবং নিরাপত্তার কারণেই এবার নয় দফা ভোট হচ্ছে বলে জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। লোকসভা ভোটের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, নবগঠিত তেলেঙ্গানা, ওড়িশা এবং সিকিম এই চাররাজ্যে বিধানসভার নির্বাচনও অনুষ্ঠিত হবে। এবার ভারতে মোট ভোটারের সংখ্যা ৮১ কোটি ৪০ লাখ, গতবারের তুলনায় যা ১০ কোটি বেশি। এর মধ্যে নতুন ভোটারের সংখ্যা ২ কোটি ৩০ লাখ। পোলিং বুথের সংখ্যা ৯ লাখ ৩০ হাজার।
এবারই প্রথম ইলেকট্রনিক্স ভোটযন্ত্রে ভোটাররা 'নোটা' (কোনো প্রার্থীই পছন্দ নয়/নান অব দ্য এভাব) প্রয়োগের সুযোগ পাবেন। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিয়োজিত থাকবে ১ কোটি ১০ লাখ ভোটকর্মীকে। বর্তমান লোকসভার মেয়াদ শেষ হচ্ছে ১ জুন। এদিকে ভারতের জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলগুলো ইতোমধ্যেই যে যার সাধ্যমতো নির্বাচনী প্রচারে নেমে পড়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।