আমাদের কথা খুঁজে নিন

   

নেইমারের হ্যাটট্রিকে ব্রাজিলের দুর্দান্ত জয়

জোহানেসবার্গের সকার সিটিতে ২০০২ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের এগিয়ে দেন অস্কার। হাল্কের পাস থেকে দক্ষিণ আফ্রিকার অভিষিক্ত গোলরক্ষক উইলিয়ামসের মাথার উপর দিয়ে বল জালে পাঠিয়ে দেন চেলসির এই মিডফিল্ডার।

১৯ মিনিট পর নেইমারেরও একই ধরনের প্রচেষ্টা অবশ্য রুখে দেন উইলিয়ামস। তবে ৪১তম মিনিটে বাঁ দিক থেকে জোরালো শটে নিজের প্রথম গোলটি ঠিকই আদায় করে নেন বার্সেলোনার ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড।

কোচ লুইস ফেলিপে স্কলারির দল বিরতিতে ঐতিহ্যবাহী হলুদ-সাদা জার্সি বদলিয়ে পুরো নীল জার্সি পরলেও খেলায় তার প্রভাব পড়েনি।

দ্বিতীয়ার্ধের ২৬ সেকেন্ডেই গোলরক্ষককে একা পেয়ে তার উপর দিয়ে বল জালে পাঠিয়ে দেন বার্সেলোনা তারকা।

এরপর উইলিয়ান ও দানি আলভেস সহজ সুযোগ হাতছাড়া করলেও ম্যাচের ৭৯ মিনিটে দূরপাল্লার শটে দলের চতুর্থ গোলটি করেন ফেরনানদিনিয়ো। ব্রাজিলের হয়ে এই মিডফিল্ডারের এটা প্রথম আন্তর্জাতিক গোল।

সতীর্থ ফরোয়ার্ড জোর পাস থেকে হ্যাটট্রিক পূর্ণ করে ২০১০ সালের বিশ্বকাপের স্বাগতিকদের ঘরের মাটিতে সবচেয়ে বড় হারের লজ্জায় ফেলেন নেইমার। দেশের হয়ে এখন এই ফরোয়ার্ডের গোল ৩০টি।

২০১২ সালের নভেম্বরে দায়িত্ব নেয়ার পর স্কলারির অধীনে ১৪টি ম্যাচের মধ্যে ১৩টিতেই জিতলো ব্রাজিল।

বিশ্বকাপে 'এ' গ্রুপে ক্রোয়েশিয়া, মেক্সিকো ও ক্যামেরুনের সঙ্গে পড়েছে শিরোপার অন্যতম দাবিদার ব্রাজিল।

 


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.