আমাদের কথা খুঁজে নিন

   

এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষমাত্রা ৮% কমল

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন বলেন, চলতি অর্থবছরে বাজেটে রাজস্ব আদায়ের লক্ষমাত্রা ধরা হয়োছিল ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা।

“কিন্তু সরকার বাস্তব পরিস্থিতি অনুধাবন করে ১ লাখ টাকা ২৫ হাজার কোটি টাকার সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে। ”

তিনি জানান, চলতি ২০১৩-১৪ অর্থবছরের জানুয়ারি পর্যন্ত সময়ে এনবিআর ৫৯ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করেছে, যা সাত সামের লক্ষ্যমাত্রার চেয়ে ৪ হোজার কোটি টাকা কম।

গত বছর জাতীয় সংসদে দুই লাখ ২২ হাজার কোটি টাকার যে বাজেট পাস হয় তাতে এক লাখ ৬৭ হাজার ৪৪৯ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়।

এর মধ্যে আয়কর, আমদানি শুল্ক এবং মূল্য সংযোজন কর (ভ্যাট)  বাবদ এক লাখ ৩৬ হাজার ৯০ কোটি টাকার যোগান দেয়ার দায়িত্ব পড়ে জাতীয় রাজস্ব বোর্ডের ওপর।

জাতীয় নির্বাচন ঘিরে গত বছরের শেষের কয়েকটি মাস ছিল অস্থির। ৫ জানুয়ারির নির্বাচনের আগের দুই মাস ছুটির দিনগুলো ছাড়া প্রায় প্রতি দিনই কাটে বিরোধী দলের হরতাল-অবরোধে। নির্বাচন ঘিরে অনিশ্চয়তার কারণে এর আগে থেকেই ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ে।  

গোলাম হোসেন বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষমাত্রা পূরণ যে কঠিন হবে, বাজেট করার সময়ই সরকারেকে সে ইংগিত তারা দিয়েছিলেন।

৫ জানুয়ারি নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নিলে এনবিআরের পক্ষ থেকে সরকারের সঙ্গে রাজস্ব আদায় পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

তার ভিত্তিতেই লক্ষ্যমাত্রা কমানো হয়।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.