আমাদের কথা খুঁজে নিন

   

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ৬ হাজার ১৫৫ বাংলাদেশি

বর্তমানে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর ৬ হাজার ১৫৫ জন সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আটটি দেশে দায়িত্ব পালন করছেন। সংসদকার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গতকাল সংসদকে এ তথ্য জানান। এম এ মালেকের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী আরও জানান, দায়িত্ব পালনকালে এ পর্যন্ত ৯৯ জন শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশের শান্তিরক্ষীরা লাইব্রেরিয়া, আইভরি কোস্ট, দক্ষিণ সুদান, উত্তর সুদান (দারফুর), ডি আর কঙ্গো, পশ্চিম সাহারা, লেবানন ও মালিতে দায়িত্ব পালন করছেন।

দক্ষিণাঞ্চলে ক্যান্টনমেন্ট : বিএনএফের আবুল কালাম আজাদের এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, 'বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং উপকূলীয় নিরাপত্তার প্রয়োজনে এ অঞ্চলে একটি স্থায়ী ক্যান্টনমেন্ট স্থাপনের পরিকল্পনা সরকারের আছে।'

'মুক্তিফৌজ তালিকায় আছে, পরিসংখ্যান নেই' : স্বাধীনতা যুদ্ধ চলাকালীন অস্থায়ী সরকারের নেতৃত্বে পরিচালিত মুক্তিফৌজ (এমএফ), মুক্তিবাহিনী (এফএফ), বেঙ্গল লিবারেশন ফোর্স (মুজিব বাহিনী/ বিএলএফ) বাহিনীগুলোতে ঠিক কতজন করে সদস্য ছিলেন তার সঠিক পরিসংখ্যান সরকারিভাবে সংরক্ষণ করা হয়নি বলে সংসদে জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তবে এসব বাহিনীর সব সদস্যই মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত আছেন বলেও জানান মন্ত্রী। জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.