আমাদের কথা খুঁজে নিন

   

সিগারেট যদি হত পুষ্টিকর খাবার, চলুনদেখি কি হতে পারত তখন।



মাঃ *
সারা দিন এটা ওটা খাস, বলি যে একটু
সিগারেট টাও খা। তা তো শুনবি না।
*এই নে বাপ, সিগারেট টা খেয়ে নে।
*তোর তো স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে
ডাক্তার বলেছে নিয়মিত সিগারেট
খেতে, খাস না কেন? *এই
ক'টা সিগারেট যদি আজ তুই না খাস
তাহলে কিন্তু আমি তোর বাবার
কাছে নালিশ করে দেব।
বাবাঃ *শুনলাম, আজ কাল নাকি তুই
সিগারেট খেতে চাস না।

এসব কি? আর
যেন এসব না শুনি, যা। *নিয়মিত
সিগারেট খাবি। এত কষ্ট করে ইনকাম
করি তো তোদের জন্যই, আর
তোরা যদি সিগারেট টাও ঠিক মত
না খাস তাহলে হবে? *আজ ১০ প্যাকেট
সিগারেট নিয়ে আসছি, তোর মা'র
কাছে। নিয়ে খাস নিয়মিত। *তুই
যদি নিয়মিত সিগারেট না খাস,
তাহলে বেরিয়ে যাবি আমার
বাসা থেকে, মনে থাকবে?
চিকিৎসকঃ নিয়মিত ধূমপানে দৈহিক
বৃদ্ধি নিশ্চিত হয়, হৃদরোগের ঝুকি কমে,
ক্যান্সার প্রতিরোধ হয়।

আরও অনেক গুন
রয়েছে এতে। সুতরাং সবাই ধূমপান করুন
এবং অন্যকে ধূমপানে উৎসাহিত করুন। "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।