মুক্তিপণের দাবিতে গতকাল রাতে ঝিনাইদহ শহর থেকে মোহন (৪৫) নামে এক ব্যবসায়ীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। শহরের শেরেবাংলা সড়কের একটি সিমেন্টের দোকান থেকে তাকে অপহরণ করা হয়েছে।
অপহরণকারী ঝিনাইদহ পৌরসভার কামারকুন্ডু গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
ব্যবসায়ী মোহনের ম্যানেজার আবু তৈয়ব জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে নিজের মোবাইল থেকে ফোন করে এক লাখ টাকা জরুরিভাবে বিকাশ করতে বলা হয়।
টাকা নিয়ে ম্যানেজার আবু তৈয়ব পোস্ট অফিস মোড়ে এসে মোহনকে ফোন দিলে তিনি উল্টাপাল্টা কথা বলতে থাকে। বিষয়টি পুলিশকে অবহিত করা হলে মোবাইল ট্রাকিং করে পুলিশ জানতে পারে সর্বশেষ মাগুরা জেলা থেকে কথা বলেছে মোহন।
এরপর থেকে মোহনের মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। তবে অপহরণকারীরা মুক্তিপণের টাকার জন্য ফোন দিলেও রাত ১১টার পরে আর কোন কথা হয়নি।
অপহরণের ঘটনা স্বীকার করে সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, মোহনকে উদ্ধারের জন্য চেষ্টা চলছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।