কোনো চাওয়া নাইকা ভাই রে বরফে আটকা পরছি ফিনল্যাণ্ড এ. বছর দুয়েক আগে ও একবার আসছিলাম হেলসিংকি সহরে, কিন্তু এই বারের মতন বরফ আমি আর দেখি নাইকা. জানালার কানির্শ এ বরফের স্তুপ. গাছের মাথায়, দরযার চিপায়, সব জায়গায় সাদা আর সাদা, বরফনরক দেখতে চাইলে, আপনাকে অবস্যই হেলসিংকি আসতে হয়বো. এবার আসেন দুই একটা ভালো কথা শুনি. ফিনল্যাণ্ড দেশটা কিন্তু ১০০% করাপসন ফ্রি দেশ. পরিবেশ বান্ধব রাষ্ট্র. লিনাক্স অপারেটিং সিস্টেম কিন্তু এই দেশের ই টেকনোলজি. নকিয়া ফোন তো দুনিয়া জোড়া সবাই জানে. সাওনা নামে একটা ট্রাডিসনাল গোসল এর সিস্টেম ও কিন্তু ফিন রা ই চালো করছে যেটা কিনা স্টিম বাথের মত ই একটা বাপার. যাই হুক, সহরের সবচেয়ে বড় চার্চ তা দেখার ইচ্চাহ আচে, , দেন হেলসিংকি ইউনিভার্সিটি তে ও একবার যামু . দোআ রাখেন বরফে যেন আবার তলাইয়া না যাই. এক সময় পিকচার আপলোড করুম নে, আপাতত, সবাই ভালো থাকেন.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।