আমাদের কথা খুঁজে নিন

   

পুতিন ফিনল্যান্ড পর্যন্ত রাশিয়ার নিয়ন্ত্রণে নিতে চান ?

পুতিন ফিনল্যান্ড পর্যন্ত রাশিয়ার নিয়ন্ত্রণে নিতে চান ?
সৈয়দ শাহ সেলিম আহমেদ-লন্ডন থেকে

ভ্লাদিমির পুতিনের সব চাইতে ঘনিষ্ঠ এক এডভাইজর আন্ড্রেজ ইলারিনোভ সুইডেনের পত্রিকা সেভেনস্কা ডাগব্ল্যাডেটের সাথে এক সাক্ষাতকারে জানিয়েছেন, তিনি মনে করছেন, “ভ্লাদিমির পুতিন ক্রিমিয়াকে নিজের নিয়ন্ত্রণে নিয়েই রাশিয়ান সাম্রাজ্য বৃদ্ধি করেই ক্ষান্ত হবেননা, বরং তিনি বেলারুশ, বাল্টিক এবং ফিনল্যান্ড পর্যন্ত রাশিয়ার নিয়ন্ত্রণে নিতে চান, যা পুতিন মনে করেন এই রাষ্ট্রসমূহের মালিক রাশিয়া”।

আন্ড্রেজ ইলারিনোভ ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্টের ইকোনোমিক এডভাইজর ছিলেন এবং সদ্য জি-৮ সম্মেলনেও পুতিনের প্রতিনিধিত্ব করেছেন। বর্তমানে তিনি ওয়াশিংটনে ক্যাটো ইন্সটিটিউট সেন্টার ফর গ্লোবাল লিবার্টি এন্ড প্রোসপারিটির সিনিয়র ফেলো হিসেবে আছেন।
তার মতে, পুতিন “ঐতিহাসিক জাস্টিস” তৈরি করতে যাচ্ছেন রাশিয়ান সাম্রাজ্য পূণঃপ্রতিষ্ঠার মাধ্যমে “ষ্ট্যালিনীয় ও টিসার(জার) নিকোলাস টু” এর সময়কালীন “রাশিয়ান ইউনিয়নে” ফেরত যাওয়ার মাধ্যমে।

ইলারিনোভ সুইডিশ পত্রিকাকে জানান, পুতিন মনে করছেন, ১৯১৭ সালে ফিনিল্যান্ডের স্বাধীনতা দেয়া ছিলো রাশিয়ান ঐ সাম্রাজ্যের “ইন্টারেস্টের” সম্পূর্ণ বিপরীত।

তিনি বলেন, সেজন্যে পুতিন বহুবার তার কাছে এমন খেদোক্তিই করেছেন, আর তা থেকেই বর্তমান ইউক্রেন ক্রাইসিস ও বর্ডার পর্যন্ত রাশিয়ার সৈন্য সমাবেশ থেকেই তিনি এমন আশঙ্কা করছেন।
তার মতে, “জর্জিয়ার এক অংশ, বেলারুশ, বাল্টিক, ফিনল্যান্ডকে পুতিন মনে করছেন রাশিয়ার অংশ”।

আন্ড্রেজ ইলারিনোভ ওয়েস্টার্ণ লিডারদের উদ্দেশ্যে বলেন, বিশ্বের অনেক দেশের সরকার প্রধান আছেন, যারা আজকে নীতি বাক্য আওড়াচ্ছেন, তারা এমন সব দেশ দখল করে আছেন বা অতীতে করেছেন।

ফিনল্যান্ড ন্যাটো ভুক্ত দেশ নয়, তাই ধারনা করা হচ্ছে রাশিয়ার ফিনল্যান্ড দখলে ন্যাটো এলায়েন্সের সেংশনের মুখোমুখি খুব একটা হওয়ার সুযোগ নেই। ফিনল্যান্ডের নৌ কমান্ডার জানিয়েছেন, টেনশন বৃদ্ধি থেকেই বাল্টিক সাগরের উপকূলে ফিনল্যান্ড নৌ সার্ভিল্যান্স বৃদ্ধি করেছে গত সপ্তাহ থেকেই।


যদিও রাশিয়ান সাম্রাজ্যের প্রায় ১০৮ বছর পূর্বে ফিনল্যান্ড অন্তর্ভুক্ত ছিলো, বর্তমানে ফিনল্যান্ড স্বাধীন।

আন্ড্রেজ ইলারিনোভকে পুতিনের এই কনকোয়ার অভিযানের ব্যাপারে জিজ্ঞাসার জবাবে তিনি সুইডিশ পত্রিকাকে আরো জানান, এটা “আজ কিংবা আগামীকালের কোন এজেন্ডা নয়। তবে এটা খুব শীগ্র কিংবা দেরীতে বাস্তবায়িত হবে তিনি মনে করছেন”।

পশ্চিমা বিশ্বের অবরোধের ব্যাপারে ইলারিনোভকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, অবরোধ পুতিনের অভিযান স্টপ করার ক্ষেত্রে কতোটুকু সহায়ক সে বিষয়ে এড়িয়ে গিয়ে তিনি বলেন, বিশ্ব জানে “পুতিনের মনোভাব” ও “ক্রেমলিনের প্রোপাগান্ডা” সম্পর্কে। তিনি বলেন, আমাদের উচিত রক্তপাত ও আগ্রাসনের বিরুদ্ধে কালেক্টিভ ডেমনস্ট্রেশন এবং কেবল তাই পারে আগ্রাসন বন্ধ করে দিতে।



( সেভেন্সকা ডাগবালিডেট অবলম্বনে) ।

Salim932@googlemail.com
30th March 2014.।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.