লিগে চতুর্থবারের মতো হেরে যাওয়া বার্সা ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে আপাতত দ্বিতীয় স্থানে আছে। এক ম্যাচ কম খেলা আতলেতিকো মাদ্রিদের ৬১ পয়েন্ট। আতলেতিকোর সমান ২৬ ম্যাচ খেলে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।
লিওনেল মেসি, নেইমার, চাভিসহ পুরো শক্তির দল নিয়ে খেললেও ভায়াদোলিদের মাঠে ম্যাচের শুরু থেকে পরিচিত চেহারার বার্সেলোনাকে খুঁজে পাওয়া যায়নি।
বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও তাদের আক্রমণভাগে সমন্বয়হীনতা ছিল। ১৭ মিনিটে ইতালিয়ান মিডফিল্ডার ফাউস্তো রসির গোলে পিছিয়ে পড়ার পর অনেকটা সময় পেলেও সমতায় ফিরতে পারেনি।
দ্বিতীয়ার্ধে অবশ্য কিছুটা ছন্দ ফিরে পেয়েছিলেন মেসি, নেইমাররা। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা না পাওয়ায় ভায়াদোলিদ সফর থেকে হারের লজ্জা নিয়ে ফিরতে হয়েছে বার্সাকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।