আমি কোনকিছুই সু-ভাবে প্রকাশ করতে পারি না। গত ৩০ঘন্টায় ফুটবল বিশ্বে ঘটে গেলো অঘটনের পর অঘটন। কারও কারও জন্য তা খুশির আবার কারও কারও জন্য তা বেদনার।
আসুন জেনে নিই সেইসব অঘটনের কথা।
সবার আগে জানি সেই খবর যেটা আমাদের সবাইকে খুশি করবে নিশ্চয়।
জাপানের মহিলা ফুটবল দলের প্রমীলা বিশ্বকাপ জয়
এশিয়া সাধারণত গোনার বাইরেই থাকে বিশ্বকাপ ফুটবলে সেটা ছেলেদেরই হোক আর মেয়েদেরই হোক। কিন্তু, এই প্রথম বারের মতো জাপানের মহিলা ফুটবল দল দেখালো এশিয়াও পারে। প্রথম বারের মতো কোন বড় ফুটবল আসরে কাপ আসল এশিয়াতে। তারা ইউ,এস,এ-কে হারায় ৩-১ গোলে পেনাল্টি শুটআউটে। খেলা নির্ধারিত সময়ে ২-২ গোলে অমিমাংসিত ছিল।
জাপানের মহিলা ফুটবল দলকে অভিনন্দন।
নারী আবারও প্রথমবারের মতো কিছু করে দেখালো।
Japan win WorldCup
কোপা আমেরিকাতে কোপা-কুপি:
বাংলাদেশের তামাম জনগনের জন্য কাল রাতেই শেষ হয়ে গেছে কোপা। ব্রাজিল-আর্জেন্টিনা বাদ পড়ায় কাল সারাদিনই ফেসবুক, ব্লগ সরগরম ছিল। কাল সকালে ব্রাজিল ভক্তদের চিৎকার; পরে তা মিলিয়ে গিয়েছিল রাতে তাদের প্রাণপ্রিয় দল একবারও প্রতিপক্ষের পোস্টে বল না ঢুকাতে না পেরে।
প্রথমে উরুগুয়ের কাছে আর্জেন্টিনার পেনাল্টি হতাশা।
তারপর, ব্রাজিলের লজ্জাজনক পরাজয় প্যারাগুয়ের কাছে। এবং জেনে রাখুন এই প্রথম বারের মতো ব্রজিল পেনাল্টি শুট-আউটে প্রতিপক্ষের পোস্টে বল ঢুকাতে ব্যর্থ হয়।
সবশেষে, ভেনেজুয়েলার চিলির বিপক্ষে চমকপ্রদ জয়। এই প্রথম ভেনেজুয়েলা কোপার সেমিতে।
২-১ গোলে তারা চিলিকে হারায়।
Venezuela stun Chile
এভাবে, কাল সারাদিনই ছিল ফুটবল বিশ্বে আপসেটের ঘটনা।
আপসেটময় একদিন। যদিও বাংলাদেশের জনগন খুশি। কারণ, ব্রাজিল-আর্জেন্টিনাই বিভক্ত জাতি এই ভেবে খুশি থাকতে পারে যে দুই দলই বাদ।
আবার, জাপানের খবর তো পুরো এশিয়ারই জয়।
ফুটবল ভক্তদের এক মজার দিন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।