জোসে মরিনিয়োর দলের পরাজয়ের দুঃখের সঙ্গে যোগ হয়েছে দু-দুজনের লাল কার্ড দেখার লজ্জা।
৬৮ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড উইলিয়ান দ্বিতীয় হলুদ কার্ড দেখে দশ জনের দলে পরিণত করেন চেলসিকে। ইনজুরি সময়ে দ্বিতীয় হলুদ দেখেই বেরিয়ে যাওয়া মিডফিল্ডার রামিরেসও ব্রাজিলিয়ান।
এই দুই লাল কার্ডের মাঝামাঝি ৮২ মিনিটে অ্যাস্টন ভিলার জয়সূচক গোলদাতা মিডফিল্ডার ফ্যাবিয়ান ডেল্ফ।
হেরে গেলেও ৩০ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষেই আছে চেলসি। ৬০ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটির অবস্থান দ্বিতীয়, তবে তাদের ম্যাচের সংখ্যা ২৭।
২৮টি করে ম্যাচ খেলা লিভারপুল ও আর্সেনালের পয়েন্ট সমান -- ৫৯। কিন্তু গোল গড়ে এগিয়ে থাকায় লিভারপুল আছে তৃতীয় স্থানে।
ইপিএলের অন্যান্য ম্যাচে এভারটন ২-১ গোলে কার্ডিফ সিটিকে, ফুলহ্যাম ১-০ গোলে নিউক্যাসল ইউনাইটেডকে, সাউথহ্যাম্পটন ৪-২ গোলে নরিচ সিটিকে, স্টোক সিটি ৩-১ গোলে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ও ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওন ২-১ গোলে সোয়ানসি সিটিকে হারিয়েছে এবং সান্ডারল্যান্ড ও ক্রিস্টাল প্যালেস গোলশূন্য ড্র করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।