আমাদের কথা খুঁজে নিন

   

জীবন বাজির অগ্ন্যুতসব

ঐ দিন গোলাপগুলো ঝরে ছিল, রক্ত স্রোতে
রাত দুপুরে হাজার বক্ক ছিন্ন হলো, অস্রঘাতে
সেই ছিল এক অগ্ন্যুতসব জীবন বাজির-
স্বদেশ প্রেমের মত্ত চিত্তের ।
রক্ত ঝরায় মুক্ত হলো স্বদেশখানা,
তোমার আমার শৈশব দোলা কিশোর মনা ।

রক্তে ছুষা মাটির উপর পুথে ছিলাম, প্রেম কদম
ফুল ফুটে নাই গড়িয়ে গেল কতই ফাগুন,
তুমি আমি আলগ তখন ভিন্ন ভাবে, যৌবনসারে ।

বহুদিন পর আসলো মোদের শুভ এক দিন, প্রণয়বাদে
তোমার আমার আবার দেখা মিলনসাধে,
লাল শাড়ি গায় আসলে তুমি ঋতুর শ্রাবন ঝরিয়ে হূদে ।
প্রেম কদমে ফুটলো সেদিন নব রঙিন ফুল মাধুরী
ফাগুন ঝরায় ঝরি দুজন বসন্ত-কাল শুদ্ধ করি ।

লাজে লাজুক শিশির ভেজা গোলাপের মতো ছিলে তুমি
বুহু দিনের সিক্ত প্রেমে ভক্ত তোমার হলেম আমি ।
শিমুল, জবা, বেলি ফুলের আসন পরে গোলাপ হাতে
ঘুমটা পড়ে মাথা নুইয়ে তুমি ছিলে অপেক্ষাতে ।

আসলাম আমি রাত দুপুরে তোমার ধারে, সিক্ত হতে
হারানো দিনের শৈশব কথা মনে পড়ে, মুগ্ধ চিত্তে-
তোমার আমার হলো মিলন বোশেখ ঝড়ের নিগুঢ় প্রাতে ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.