আমাদের কথা খুঁজে নিন

   

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে ১৮ জনের সাজা

রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৮জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যরা। পরে তাদের প্রত্যেককে ছয় মাসের সাজা দেওয়া হয়। ডিএনসি'র মাসব্যাপী মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ রবিবার বেলা ১১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত রাজধানীর তেজগাঁও থানাধীন বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- বকুল, শামীম, আব্দুল খালেক, মোশারফ হোসেন, সোহরাফ ভান্ডারী, রোজাউল করিম, শফিক, সাগর হোসেন, হেলাল, রুবেল, পারভেজ, ইউসুফ, রায়হান, সফিকুল ইসলাম, সোহেল, সাত্তার, রিপন এবং আবু রায়হান।

ডিএনসি'র সহকারী পরিচালক (উত্তর) মোহাম্মদ নাজমুল কবীর জানান, ডিএনসি'র ঢাকা মেট্রোঃ উপ-অঞ্চল কর্তৃক পরিচালিত ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহবুব জামিলের নেতৃত্বে কারওরান বাজার, তেজগাঁও রেলওয়ে বস্তি, পূর্ব নাখালপাড়া, তেজগাঁও ট্রাক স্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে ১৮জন মাদক বিক্রেতাকে গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মোবাইল কোর্ট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ৬ মাস করে কারাদন্ড দেন।

এদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আরেকটি টিম গুলশান সার্কেল পরিদর্শক এ কে এম কামরুল ইসলাম এর নেতৃত্বে তেজগাঁও রেললাইন বস্তি (ভাঙ্গা গেইট) এলাকায় অভিযান চালিয়ে ছয় পিচ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ বাদশা ও মিজানুর রহমান নামে দুইজনকে গ্রেপ্তার করে।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.