রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার ইসমাইল হোসেন জানান, রোববার হাই কোর্টের জামিনের আদেশ এ কারাগারে পৌঁছার পর বিকালে তাদের মুক্তি দেয়া হয়।
গত মঙ্গলবার হাই কোর্টি থেকে তারা ছয় মাসের জামিন পান বলেও তিনি জানান।
রাজশাহীতে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ সরকার হত্যা মামলায় গত ২৪ ফেব্রুয়ারি এ তিনজনসহ বিএনপির ৩৪ নেতাকর্মীকে কারাগারে পাঠায় রাজশাহীর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত।
গত বছরের ২৬ ডিসেম্বর ১৮ দলের বিক্ষোভ মিছিল শেষে পুলিশের গাড়িতে বোমা হামলা হলে কনস্টেবল সিদ্ধার্থ সরকার নিহত হন। এ ঘটনায় রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, দলের যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু এবং মহানগরের সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনসহ ৯৫ জনের নাম উল্লেখ করে সাড়ে তিনশ’ নেতাকর্মীর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় হত্যা মামলা দায়ের করে পুলিশ।
মুক্তি পাওয়ার পর জেল গেলে দলের নেতাকর্মীরা এ তিন নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সেখান থেকে তারা নগরীর ভূবন মোহন পার্কে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।