নতুন করে শুরু হলো একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মামলায় যুক্তিতর্ক উপস্থাপন।
আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ নিজামীর মামলায় দ্বিতীয় দফায় যুক্তিতর্ক শুরু হয়। প্রথম দিনে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন প্রসিকিউটর মোহাম্মদ আলী।
প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আসামিপক্ষ তাদের যুক্তিতর্ক আদালতে উপস্থাপন করবে।
এর আগে গত বছরের ১৩ নভেম্বর আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের শেষ দিনে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল।
পরবর্তী সময়ে রায়ের জন্য অপেক্ষমাণ রাখা আদেশ পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করা হলে ট্রাইব্যুনাল নিজামীর পক্ষে নতুন করে যুক্তি উপস্থাপনের সুযোগ দেন। এরপর গত বছরের ২০ নভেম্বর ফের উভয়পক্ষের আইনজীবীদের সমাপনী বক্তব্য শেষে রায়টি অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল-১।
কিন্তু এরই মধ্যে গত ৩১ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীর অবসরে চলে যাওয়ায় মামলার রায় আর ঘোষণা করা হয়নি।
গত ২৩ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয় হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে। তিনি দায়িত্ব গ্রহণের পর ২৬ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল-১ এর কার্যক্রম পুনরায় শুরু হয়।
কার্যক্রম পুনরায় শুরুর পর ওই দিনই ট্রাইব্যুনাল নিজামীর মামলায় ফের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ১০ মার্চ দিন ধার্য করেন।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।