আমাদের কথা খুঁজে নিন

   

আপনি কি ম্যাঙ্গো পিপল? ফেসবুক সেলেব্রেটি হবার স্বপ্ন দেখেন? সেলেব্রেটিদের স্ট্যাটাস/ছবিতে লাইক দেখে দেখ আফসুস হয়? তবে এখুনি পড়তে বসুন আমার এই পোষ্ট!! আর নয় আফসুস, আজকের আমজনতাই হবে আগামীকালের সেলেব্রেটি।

আসসালামু আলাইকুম সবাইকে। আশাকরি মহান আল্লাহ্‌র রহমতে সকলেই ভালো আছেন এবং সেই সুস্থ শরীর ও মন নিয়ে নিয়মিত ফেসবুক চালিয়ে যাচ্ছেন!!  এবং নানান রকমের ভার্চুয়ালের ফেসবুক সেলেব্রেটি দের দেখে নিয়মিত আফসুস করে যাচ্ছেন এই বলে, “আহা!! আমিও যদি আরিফ R হোসাইন এর মতো লাইক পুত্র অথবা মেহজাবীন আপ্পির মতো লাইক কন্যা” হয়ে যেতে পারতাম!! 

আপনার এই আফসুসের দিন শেষ করতেই আমি তারছিঁড়া বা জোড়া দেয়া তামিম যাই বলেন না কেন সেই আমি উপস্থিত হয়েছি!!  আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কালকের মেঙ্গো পিপল থেকে আজকে আপনি মুহূর্তেই সেলেব্রেটি হয়ে যেতে পারেন ভার্চুয়ালে এত্তগুলা লাইক পেয়ে!! 
তার আগে এই পোষ্টের সূচনা জানুনঃ 
হ উ উ ম, আচ্ছা কি জানি বলবো? ও হ্যাঁ মনে আসছে! সূচনা!! হ্যাঁ আমি এখন বলবো এই লাইকের চক্করে আমি কিভাবে পরে গেলাম। আসলে ঘটনা তেমন কিছুই নয়। আমি কখনোই লাইক ভিখারি ছিলাম না, এখনো নই, ভবিষ্যতে হবো কিনা সেই বিষয়েও সিউর নই  । তো আমি গতকাল আমার এলাকার এক ভাগীনার প্রোফাইলে যেয়ে দেখি পিচ্চিটাকে (কলেজে পড়ে) ৪৬,০০০+ মানুষ ফলো করতেছে!! o.O চিন্তা করেন! তো  তখনি মাথায় আসলো যে কিভাবে এটা করে, কিভাবে এতো লাইক, ফলোয়ার যোগাড় করা সম্ভব? যেই ছেলে কিনা ৪৬ জনের ফলো ও পাওয়ার কথা নয়, সে পেয়ে গেছে ৪৬ হাজার!! 
এই চিন্তা ভাবনাতেই আমি আমার ফেসবুক ছোট ভাই ও বন্ধু “দেবাশীষ দাস আভে” কে চেপে ধরলাম।

বললাম দেখছ কাহানী? এভাবেই তাহলে সেলেব্রেটি হয়। তুমি জানো কোন লিংক নাকি এরকম? থাকলে দাও, একটু মজা নেই! ইত্যাদি ইত্যাদি। তো ওর সাহায্য নিয়ে এই ফান করতে যেয়েই ভাবলাম জাতির সাথেও শেয়ার করি। আর সেই জন্যই এই পোষ্ট লিখতে বসা।   আর হ্যাঁ পোষ্ট শুরু করা আগে একটা ধন্যবাদ দিতে চাই।

হেই আভে, ধন্যবাদ ব্রাদার।  
আমিও হবো সেলেব্রেটিঃ
ইয়েস! আমরাও হবো, আমি-আপনি সবাইইই হবো। সেই জন্য আমাদের কিছু সাইটের সাহায্য প্রয়োজন। আমি সেরকম একটি সাইটের সাথে আপনাদের এখন পরিচয় করিয়ে দেবো। আর আমি নিজেও এই দুইটি সাইটই এখন ব্যবহার করছি।

তো চলুন শুরু করা যাক -

প্রথমে আমাদের স্কাইপে লগিন করতে হবে। ডাউনলোড করে রাখা সফটওয়্যারের মাধ্যমে নয়, করতে হবে অনলাইনে। তো চলে যান এই অ্যাড্রেসেঃ

 
এবারে আপনি আপনার স্কাইপের আইডি নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। আর হ্যাঁ আমার স্কাইপ আইডিঃ tamim_31 , চাইলে আমাকে স্কাইপে আপনার বন্ধু বানাতে পারেন।  

দেখতেই পাচ্ছেন যে আমাদের স্কাইপে লগিন করা সফল হয়েছে।



 
এবার আপনি ফেসবুকে লগিন করে আপনার যেই স্ট্যাটাসটির মধ্যে কাজ করবেন সেই স্ট্যাটাস ভালোভাবে দেখে রাখুন!! দেখুন এখানে আমার স্ট্যাটাসে মধ্যে মাত্র ১০ টি লাইক রয়েছে এই মুহূর্তে।  

 
এবারে আপনাকে যেতে হবে  FB Auto Liker নামের ওয়েব সাইটে। সেখানে যেয়ে আপনি উপড়ের চিত্রে যেভাবে দেখিয়ে দেয়া হয়েছে সেভাবে CLICK HERE এ ক্লিক করুন।

 
এবার SKIP AD করে ফেলুন।

 
এইবার আপনাকে টোকেন বা কোড যাই বলেন সেটা পাওয়ার জন্য CLICK HERE TO ACCESS TOKEN! এর মধ্যে ক্লিক করতে হবে।



 
এতে করে অ্যাপ্লিকেশন টি আপনার ফেসবুকে একাউন্টে সত্যিই ব্যবহার করতে চান কিনা সেই জন্য অনুমতি চাইবে। আপনি অনুমতি দিন।

 
আপনি যে অ্যাপ্লিকেশন টি ব্যবহার করছেন তা কাকে দেখাতে চান বা না চান তা ঠিক করে দিয়ে আবারো অনুমতি দিন।

 
কাজ শেষ হবার সাথে সাথেই দেখবেন নতুন একটি ট্যাবে ঠিক এরকম একটি স্ক্রিন খুলে গিয়েছে। আপনি উপড়ের ছবির মতো আমি যেভাবে স্কাইপের এড্রেস টি কপি করে নিয়েছি সেভাবে কপি করে নিয়েন নিন।



 
কপি করা এড্রেস টি আপনি সেই সময় যেই স্ক্রিনে CLICK HERE করে চলে গিয়েছেন সেই ট্যাবে ফিরে এসে নিচের খালি বক্সে লিংকটি পেস্ট করে SUBMIT করুন।

 
আমি যেভাবে দেখিয়েছি সেভাবে সঠিক ভাবে কাজ করতে পারলে ঠিক এভাবেই আপনাকে স্বাগতম জানানো হবে।   আপনি USE FB AUTO LIKER অপশনে ক্লিক করে ভেতরে প্রবেশ করুন।

 
ভেতরে প্রবেশ করার পর আপনি উপড়ের ছবির মতো STATUS, CUSTOM POST ID, PHOTO নামুক অপশন পেয়ে থাকবেন। এর কাজ হচ্ছে যে আপনি আসলে কিসে লাইক পেতে আগ্রহী? ছবি তে? নাকি স্ট্যাটাস!! আশাকরি এগুলো আপনারা বুঝতেই পারছেন যে কি করতে হবে, হাহা!! 

 
তো আমি যেহেতু মেয়ে নই তাই মডেল মেহজাবীন এর মতো ছবিতে লাইক পাওয়ার আশা বা ইচ্ছে কোনটাই আমার এতোটা নেই!!  তাই আমি সেখান থেকে আরিফ R হোসাইন এর মতো লাইক পুত্র হবার আশায় “স্ট্যাটাস” সিলেক্ট করে দিয়েছি!! আর আপনি স্ট্যাটাস সিলেক্ট করার পর ঠিক এভাবেই আপনার ফেসবুকে প্রত্যেকটি স্ট্যাটাস দেখতে পাবেন।

আপনি যেই স্ট্যাটাসে লাইক পেতে আগ্রহী তার পাশে দেয়া SUBMIT অপশনে ক্লিক করুন।  

 
স্ট্যাটাস/ছবি SUBMIT করার পর কাজ চলছে।  

 
আর হ্যাঁ কাজ শেষে দেখুন দেখাচ্ছে “NEXT SUBMIT: WAIT 29:31 SECONDS”, এর মানে হচ্ছে আপনি যে একাধারে স্ট্যাটাস সাবমিট করে করে একদিনে সেলেব্রেটি হয়ে যেতে পারবেন তা নয়!! আপনাকে প্রিতি স্ট্যাটাস SUBMIT করার পর ৩০ মিনিট করে অপেক্ষা করতে হবে আবারো নতুন করে SUMBIT করার জন্য।  

 
কিছু দেখতে পাচ্ছেন কি? হাহাহা!!  জানি আপনি দেখতে পাচ্ছেন। কয়েক মিনিট আগে ছিল ১০ লাইক, আর এখন হচ্ছে ৪৯ লাইক!!  ।


আর হ্যাঁ শেষে একটা বুদ্ধি দিচ্ছি আপনাদেরঃ 
দেখলেন তো কিভাবে কি করলাম?  এখন আমি যে ৩০ মিনিট পর আবার সাবমিট করতে পারবো তখন আপনারা একটি কাজ করতে পারেন, কি সেই কাজ? হ্যাঁ বলছি কি সেই কাজ! সেই কাজটি হচ্ছে, “এই একি স্ট্যাটাস আবারো SUBMIT করবেন” ।   এতে কি হবে বুঝতেই পারছেন, আবারো লাইক!! এতে করে এভাবে দেখা যাবে যে আপনি যতো লাইক পেয়েছেন ততো লাইক হয়তো লাইক পুত্র A R হোসাইন ও পায় নাই!! 
সেলেব্রেটি অথবা আরো লাইক পাবার জন্য অন্য কিছু সাইট এড্রেস আমি দিয়ে দিচ্ছি নিচে!! কাজ সব একি, শুধু একটু আধু পার্থক্য। আপনারা নিজে থেকেই পারবেন।  
আমাদের কাজের এখানেই সমাপ্তি!! পোষ্টে ব্যবহার করা সকল ছবি বড় করতে দেখতে চাইলে ছবির উপরে ক্লিক করুন অথবা নতুন ট্যাবে খুলুন।

শেষ হয়েও যা থেকে গেলো!! উপসংহারঃ 
কিছু কথা না বললেই নয়।

আর বলার তেমন প্রয়োজন ও নেই, আপনারা তা জানেন এবং বুঝেনই। তবুও শেষ মুহূর্তে এসে একটু ছুঁয়ে যাচ্ছি। ভাই/আপু এভাবে লাইক বা ফলোয়ারের মাধ্যমে সেলেব্রেটি হওয়া যায় না, কখনো সম্ভব নয়। আমি নিজেও এই কাজ করি না, শুধু এই একটা দিন একটু দুষ্টামি করলাম, এবং আপনারাও যেন আনন্দ নিতে পারেন সেই জন্য এই পোষ্টটি লিখলাম। আর সেলেব্রেটি হতেই হবে এমন কোন কিছু নেই, অবশ্য আমরা সবাইই চাই আমাদের মানুষ চিনুক, জানুক, নিজের একটা পরিচয় হোক সমাজে।

আর এই যদি হয় মনের ইচ্ছে তবে ভালো কাজ করুন, মানুষের কাজে লাগুন, কিছু করে দেখান সবাইকে। তবে আপনার ৪৯ লাইক কেনো, ৪৯ হাজার লাইক, কমেন্ট সব থাকলে ভার্চুয়াল, রিয়েল দুই জায়গাতেই!! থাক আর জ্ঞান নাইবা দেই, আপনার ফান শুভ হোক।  

 
আর কি? ও হ্যাঁ একটি জিনিস অবশ্যই আছে, তা হচ্ছে ফেসবুক ফলোয়ার তৈরি করার পদ্ধতি  , আজকে তো সেই সম্পর্কে কিছুই বলা হলো না!! শুধুই লাইক লাইক লাইক করেই সম্পূর্ণই সময় শেষ করে দেয়া হয়েছে।  ব্যাপার না, পরবর্তীতে যদি বেঁচে থাকি তবে ইনশাল্লাহ সেই সম্পর্কে জানানোর চেষ্টা করবো, এখনো গবেষণা চালানো হচ্ছে ফলোয়ার নিয়ে!!  সেই পর্যন্ত বিদায়, ভালো থাকুন, নিয়মিত বই পড়ুন।


সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.