চা এর কাপ হাতে প্রতিদিন ভাবি------------, জীবণটা ছাই মাখা আকাশের ছবি। বহুবছর পর গত পহেলা মে রমনা পার্কে গিয়েছিলাম। কিছুদিন ধরেই স্পেসিফিক একটা গাছ দেখতে ইচ্ছে হয়েছিল। এখন সেই গাছটার ফুলেল হবার সময়, আজ থেকে ২১ বছর আগে নাটোরে প্রথম দেখে ছিলাম নাগলিঙ্গম নামের অদ্ভুত ফুলটিকে। কিন্তু গিয়ে বুঝলাম এই ফুল দেখতে হলে ভোরে আসতে হবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ফুল ঝরে পড়ে।
১.১
নাগলিঙ্গম।
১.২
ঝরে পরা নাগলিঙ্গম ফুল।
২.১
নাম জানি না।
২.২
নাম জানা নেই।
৩.
মুচেন্দা
৪.১
জারুল
৪.২
জারুল
৫.
স্বর্নলতা।
৬.
নাম জানা নাই।
৭.
প্রজাপতি।
৮.
সূর্যমুখী।
৯.
কাঠগোলাপ।
১০.
বেল ফুল।
১১.১
নাম জানা নাই।
১১.২
নাম জানা নাই
১১.৩
নাম জানা নাই
১১.৪
নাম জানা নাই।
১১.৫
নাম জানা নাই
১২.
কৃষ্ণচূড়া
১৩.
নাম জানা নাই
১৪.
বাদর লাঠি/ সোনালু।
আরো কিছু ছবি ছিলো, কিন্তু অনেক ছবি হয়ে গেছে তাই আজ বিদায়।
উৎসর্গঃ
এহসান সাবির
যিনি কৃষ্ণচূড়ার ছবি আপলোড করবার কথা দিয়েও কথা রাখেন নি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।