আমাদের কথা খুঁজে নিন

   

রমনা পার্কে বাংলাদেশ উৎসব

রমনা পার্কে বাংলাদেশ উৎসব । বাংলাদেশ দেখার এই আয়োজন অবশ্যই প্রশংষার দাবী রাখে। কিন্তু বাংলাদেশকে যখন রমনা পার্কের ক্ষুদ্র জায়গায় উপস্থাপন করার চেষ্টা করা হয়, তখন কেমন জানি মনের ভিতরে একটু খটকা লাগে। আমরা কি এতো ছোট হয়ে যাচ্ছি যে পুরো বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে রমনা পার্কে উপস্থাপন করা যায়! আমাদের জাতীয়তাবোধ কি এতোটাই নষ্ট হয়ে যাচ্ছে যে একটা বিদেশি কর্পোরেট প্রতিষ্ঠানের টাকায় উৎসব করে দেশীয় মূল্যবোধকে জাগ্রত করতে হয়? যদি আমেরিকায় কিংবা লন্ডনে, সুইজারল্যান্ডে, নাইজেরিয়ায়, কিউবায় বাংলাদেশ উৎসবের আয়োজন করা হতো তখন আমি গর্বিত হতে পারতাম। কিন্তু যখন দেখি আমারই দেশকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার দায়িত্ব নেয় বিদেশি কোন প্রতিষ্ঠান, তখন আমি গর্বিত না হয়ে লজ্জিত হয়।

যে কাজটা আমাদের সরকারের করার কথা সেই কাজটা করছে একটা বিদেশী মোবাইল কোম্পানী সেটা আবার আমাদেরই টাকাই। প্রথম আলোয় সেই উৎসব নিয়ে গুণমুগ্ধকর ফিচার ছাপা হয়েছে কারন প্রথম আলো এ্ই উৎসবের সহযোগী। একটা বিদেশি বুর্জোয়া কোম্পানীকে সহযোগিতা করে প্রথম আলো কি সুবিধা পেয়েছে? আমি ব্যাক্তিগতভাবে প্রথম আলোকে পছন্দ করি। কারন প্রথম আলো মানুষের পাশে থেকে আমাদেরকে দেশপ্রেমের গল্প শোনায়। সম্প্রতি আমার এক ফেসবুক বন্ধু বেলছিলেন যে আমাদের উৎসবের রঙ এখন বদলে গেছে।

এখন আমাদের উৎসবের রঙ হচ্ছে কমলা। ইস্ট ইন্ডিয়া কোম্পানী এদেশে এসেছিল ব্যাবসা করার জন্য কিন্তু পরে ব্যাবসার সঙ্গে এদেশকে শাষন করেছিল প্রায় ২০০ বছর। বিদেশি মোবাইল কোম্পানীগুলো কি ব্যাবসার নামে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানীর পুনরাবৃত্তি ঘটাতে চাই? তাই আমি বলতে চাই আমাদের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতিকে রক্ষা করার মহান দায়িত্ব বিদেশি মোবাইল কোম্পানীগুলোকে না নিলেও চলবে। আমরা দেখতে চাই আমাদের সরকার নিজস্ব সংস্কৃতির পৃষ্ঠপোষক হবে, ঐতিহ্য রক্ষার দায়িত্ব নেবে। একদিনের বাণিজ্যিক উৎসব করে নয়, প্রতিদিনের ধারাবহিক চর্চার মধ্য দিয়ে আমরা দেশাত্ববোধকে জাগ্রত করব।

সেই পরিবেশ সরকারকে তৈরি করে দিতে হবে। ২৫/১২/১২ সকাল ১০: ৪৫ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.