স্বপ্ন+সমুদ্র
তথ্য দিন এই ফরমেটে।
জায়গার নামঃ কুমিল্লা।
ঢাকা থেকে ছাড়া বাসের নাম, স্টেশনঃ (বিআরটিসি, উপকূল রয়েল, কমলাপুর রেল স্টেশনের উল্টা দিকে), (এশিয়া লাইন, তিসা, প্রিন্স, প্রাইম, কর্ডোভা; সায়দাবাদ)
সম্ভব হলে কাউনটারের নাম্বারঃ
বাস কোয়ালিটি আনুমানিক ভাড়াঃ বিআরটিসি- এসি- ২০০৳; উপকূল রয়েল-এসি-২৩০৳,এশিয়া লাইন-এসি/ নন এসি- ২১০৳, ১৮০৳, তিসা-নন এসি স্পেশাল- ১৮০৳, প্রিন্স, প্রাইম, কর্ডোভা-সুপার লোকাল- ভাড়া যার থেকে যা নিতে পারে।
গন্তব্য বা ঢাকায় ফেরার স্টেশনঃ বিআরটিসি- কুমিল্লা ক্যান্টনমেন্ট, স্টেশন রোড
উপকূল রয়েল-কুমিল্লা ক্যান্টনমেন্ট, জাঙ্গালিয়া বাস স্টেশন
এশিয়া লাইন- কুমিল্লা ক্যান্টনমেন্ট,শাসনগাছা, জাঙ্গালিয়া, বিশ্বরোড
তিসা-কুমিল্লা ক্যান্টনমেন্ট, শাসনগাছা
প্রিন্স, প্রাইম, কর্ডোভা-কুমিল্লা ক্যান্টনমেন্ট, বিশ্বরোড
বিখ্যাত স্থান যেভাবে যাবেনঃ ময়নামতি, শালবন বিহার, জাদুঘর (কুমিল্লা কোটবাড়ি নেমে সিএনজি, আনুমানিক ১০০ টাকা), ওয়ার সিমেট্রি (কুমিল্লা ক্যান্টনমেন্ট নেমে অটোরিকশা আনুমানিক ৩০ টাকা ); ধর্মসাগর দিঘি (বাসের শেষ গন্তব্যে নেমে অটো তে বা রিক্সায়। শাসন গাছা থেকে অটো ৫০ টাকা , জাঙ্গালিয়া বিশ্বরোড থেকে ১০০টাকা )
বিখ্যাত খাবারঃ রসমালাই ( মনোহরপুর পোড়াবাড়ির সামনে, ধর্মসাগর থেকে ১৫/ ২০ টাকা রিক্সা ভাড়া)
এরকম ভাবে নিজের এলাকাকে তুলে ধরুন। চেষ্টা করবো ব্লগে এক সাথে প্রকাশ করতে যা ভ্রমনে সাহায্য করবে। সবার স্বতঃস্ফূর্ত অংশ গ্রহন কামনা করছি। ধন্যবাদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।