মালয়েশিয়ার হারিয়ে যাওয়া বিমানটির ধ্বংসাবশেষের নতুন তথ্য পেয়েছে চীনা স্যাটেলাইট! দেশটির রাষ্ট্রীয় ওয়েবসাইটে বুধবার এমএইচ-৩৭০ বিমানটির ধ্বংসাবশেষের তিনটি ছবি প্রকাশ করা হয়েছে।
ছবিগুলোতে দেখা গেছে, দক্ষিণ চীন সাগরে বড় আকারের জিনিস ভাসছে। ওগুলোকেই বিমানটির অংশ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ছবিগুলো গত রবিবার তোলা। চায়না স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অব সায়েন্সের ওয়েবসাইটে বুধবার তা প্রকাশ করা হয়।
গত শুক্রবার বিমানটি কুয়ালালামপুর থেকে ২৩৯ জন লোকসহ চীনের উদ্দেশ্যে ছেড়ে যায়। ছাড়ার ঘণ্টাখানেক পরে দক্ষিণ ভিয়েতনামের কা মো উপত্যকা এলাকায় যাওয়ার পর হারিয়ে যায়। এরপর থেকে এখন পর্যন্ত বিমানটির কোনো খোঁজ পাওয়া যায়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।