আমাদের কথা খুঁজে নিন

   

কার ক্ষতি!!!!

প্রথমে বলে রাখছি। ভুল হলে ক্ষমা করবেন।

দুনিয়া ও আখিরাত নিয়ে আমার ধারণাঃ আমি মিডিল ক্লাস পরিবারে আমার জন্ম । সুখ-দুঃখ সবার জীবনেই থাকে কম আর বেশি । সুখ এবং দুঃখ দুটোই ব্যাপারি আপেক্ষিক।



যার যার তার নিজের ব্যাপার। সুতরাং এই প্রসংগটি বাদ দেই। এবার আসল কথা আসা যাকঃ সকলেই মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে এটাতো চিরন্তন সত্য । ধরুন আপনি দুনিয়াতে কস্ট করে গেলেন। পরকাল বা আখিরাত যেটাই বলেন আর আপনি যে ধর্মের হন না কেন? কিছুতো ভাল কাজ/পূর্ণ করেই যেতে হবে নিজের জন্যই।



ব্যাপাটা পরিস্কার করছি

একজন পথিক সুন্দর একটি ফলের বাগান পাশ্ব দিয়ে যাচ্ছিলো আর মনে মনে ভাবছিল কিছু ফল খেতে পারলে ভাল হতো । এমন সময় বাগানে মালিক বাগানেই ছিল আছে। বাগানটিতে ফল ফলে পরিপূন। পথিক ফল খাওয়ার কথা বাগানের মালিকের জানালা এবং মালিক তাকে অনুমোদন করলো এবং সেই সাথে বাগানটি সম্পকে ধারণা ও দিল যে,আমার এই বাগনাটির কয়টি ধাপে ধাপে সাজানো। আর প্রতিটি ফলের স্বাদ ভিন্ন ।



মালিক সেই সাথে তাকে একটি শর্ত দিয়ে ছিল যে, বাগানের প্রথম ধাপ অতিক্রম করলে আর পরবর্তীতে আসা যাবে না।

পথিক একটি ফলের ঝুড়ি নিয়ে বাগানে প্রবেশ করলো । প্রথম ধাপে বাগানের ভিতরে প্রবেশ করেই সে অবাক! সেখান থেকে কিছু ফল নিতে গিয়ে ভাবলে যে নিশ্চিই বাগানের পড়ের ধাপে এর চেয়ে বেশ ভাল ফল আছে । দ্বিতীয় ধাপে গিয়ে সে আবার ও অবাক! এভাবে করে একের পর এক ধাপ অতিক্রম করলো আর ভাবলো যে, সামনের ধাপ থেকে ফল সংগ্রহ করবে। যখন বাগানের শেষ প্রান্তে গিয়ে হাজির হলে তখন দেখল যে, কোন ফল আর ঐধাপে নেই ।

আপন............।

সোর্স: http://prothom-aloblog.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.