আমাদের কথা খুঁজে নিন

   

লন্ডনে রুশনারা তহবিল সংগ্রহে ডিনার

সেন্ট্রাল লন্ডনের গ্রান্ড কনাট রুমে মঙ্গলবার বাংলাদেশী বংশোদ্ভূত বৃটিশ এমপি রুশনারা আলীর তহবিল সংগ্রহ ডিনার অনুষ্ঠিত হয়েছে।

শ্যাডো বিজনেস সেক্রেটারি চুকা উমুন্নাহ এমপি, শ্যাডো এডুকেশন সেক্রেটারি ট্রিসট্রাম হান্ট এমপি, হোম অ্যাফেয়ার্স সিলেক্ট কমিটির চেয়ারপারসন কীথ ভাজ এমপি, সাবেক হেলথ সেক্রেটারি ফ্র্যাংক ডবসন এমপি, জিম ফিটজপ্যাট্রিক এমপি, কেভিন ব্রেনান এমপি, স্টিভেন পাউন্ড এমপি, ব্যারনেস ওনা কিং প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থাপনা করেন এলবিসি রেডিওর মর্নিং নিউজের প্রেজেন্টার লিসা আজিজ।

লেবার পার্টির মন্ত্রী, এমপি ও নেতৃবৃন্দ ছাড়াও বৃটেনের বিভিন্ন অঞ্চলের বাংলাদেশি ও সোমালী কমিউনিটির প্রতিনিধিরাও এতে অংশ নেন। ২০১৫ সালের মে মাসে অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে এই তহবিল সংগ্রহ ডিনারের আয়োজন করা হয়।

চুকা উমুন্নাহ এমপি বলেন, লেবার লিডার এড মিলিব্যান্ড রুশনারাকে শ্যাডো মিনিস্টার বানিয়েছেন বাংলাদেশী বংশদ্ভূত হবার জন্য নয়, তার মেধার কারণে। আগামীতে লেবার পার্টি নির্বাচিত হলে রুশনারা অবশ্যই মন্ত্রীত্ব লাভ করবেন।

রুশনারা আলী তার বক্তব্যে বলেন, বৃটিশ সমাজের উদারতা ধরে রাখতে, বেকারত্ব দূর করতে লেবার পার্টিকে ক্ষমতায় আনার বিকল্প নেই। তিনি আগামী মে মাসের নির্বাচনে সারা দেশে লেবার প্রার্থীদের বিজয়ী করার আহবান জানান। তিনি বলেন, আমি চাই পার্লামেন্টে বাংলাদেশীদের প্রতিনিধিত্ব আরো বৃদ্ধি পাক।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।