ভবিষ্যৎ প্রজন্মর মধ্যে সুস্থ নাগরিক চেতনা জাগিয়ে তুলতে খেলাধুলা ও সাহিত্যচর্চার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং লাখো কণ্ঠে সোনার বাংলা উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তার চেক গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলা ও সাহিত্যচর্চা করলে সুস্থ নাগরিক চেতনা জাগ্রত হবে। গতকাল সন্ধ্যায় গণভবনে বাংলাদেশের টেলিকম প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান, বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় ও বেসরকারি ব্যাংক এবং বীমা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে চেক তুলে দেওয়া হয়। চেক গ্রহণের পর আর্থিক সহায়তার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কারও কাছে হাত পেতে চলতে চাই না। বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়াতে হবে।
এ জন্য সরকার ও বেসরকারি উদ্যোক্তাদের একসঙ্গে কাজ করতে হবে। ২৬ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতীয় সংগীত সমবেতভাবে গাওয়ার বিশ্বরেকর্ড করতে যে উদ্যোগ নেওয়া হয়েছে এতে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানান তিনি। এ উদ্যোগ আগামী প্রজš§কে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করবে মন্তব্য করে তিনি বলেন, প্রত্যেক নাগরিকের জাতীয় সংগীত জানা উচিত, গাওয়া উচিত। ওই দিন ঢাকাসহ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানেও জাতীয় সংগীত গাওয়া হবে বলে তিনি জানান। টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, টি- টোয়েন্টি ক্রিকেটে নতুন মাত্রা দিয়েছে।
খেলাধুলাকে আমরা বিশেষ গুরুত্ব দিই। খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অবদান রাখে। খেলাধুলা ও সংগীতচর্চায় সবার অংশীদারিত্বের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ যাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট আয়োজন করতে না পারে সে জন্য বিভিন্ন মহল থেকে আইসিসির কাছে চিঠি ও ই-মেইল পাঠানো হয়। কেউ যেন খেলোয়াড় না পাঠায়, বাংলাদেশে যেন খেলা না হয় সে জন্য অনেক চক্রান্ত হয়েছিল।
বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠানের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, এতে বেসরকারি উদ্যোক্তাদের সুবিধা হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। এ সময় অন্যদের মধ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার ও উপমন্ত্রী আরিফ খান জয়, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।