চোখে যা দেখি, কানে যা শুনি, তা নিয়ে কথা বলবোই ! আজকেই হংকংএর সাথে একটি চুক্তি হলো, আমাদের দেশ থেকে ১ লাখ গৃহকর্মী আমদানি করবে । বেতন ৫০৫ মার্কিন ডলার, খাওয়া-থাকা ফ্রী, সপ্তাহে ১দিন ছুটি, ওভারটাইম আছে । তবে ছোট একটা প্রশিক্ষণ লাগবে ।
এবার ভাবুন, আমাদের দেশের মহিলারা গৃহকর্মী ছাড়া কী ভাবে চলবে ? গার্মেন্স হওয়ার গৃহকর্মীর আকাল তারপর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গৃহকমী যাওয়ায় এ সমস্যা আরো প্রকট ।
উপায় একটা আছে, নিজের কাজ নিজেই করতে হবে ।
তার বিকল্প নেই । যার যার সংসারে যে যতটুকু পারি তা দিয়েই হেল্প করতে হবে । আমাদের দেশে গৃহকর্মী রাখার বিরম্বনাও অনেক । টাকাও সাশ্রয় হবে এবং গৃহকর্মীরা অন্য দেশে গিয়ে অর্থ উপার্জনে তাদের পরিবারের আয় বৃদ্ধি করতে পারবে , দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করবে । এ ব্যাপারে আরো টিপস্ চাই ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।