আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ার্ডপ্রেস থেকে ডিডিওএস আক্রমণ

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, হ্যাকারদের ওই ডিডিওএস আক্রমণের লক্ষ্যবস্তুও ছিল অপর একটি জনপ্রিয় ওয়ার্ডপ্রেস সাইট। তবে হামলার শিকার সাইটটির নাম প্রকাশ করেনি সুকুরি। ওয়ার্ডপ্রেস সাইটগুলোর পুরনো এক দুর্বলতার সুযোগ নিয়েছিল হ্যাকাররা। ডিডিওএস আক্রমণ ‘অ্যামপ্লিফাই’ করতে সাইটগুলো ব্যবহার করেছে হ্যাকাররা।
এক ব্লগ পোস্টে সুকুরির প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড্যানিয়েল সিড জানিয়েছেন, ‘এইচটিটিপিভিত্তিক ফ্লাড আক্রমণ ছিল সেটি।

হামলার শিকার সাইটটির সার্ভারে প্রতি সেকেন্ড কয়েকশ’ নতুন রিকোয়েস্ট পাঠানো হচ্ছিল। প্রতিটি রিকোয়েস্টের কারণে বারবার রিলোড হচ্ছিল সাইটটির পেইজগুলো। বাড়তি রিকোয়েস্টের চাপ নিতে না পেরে অচল হতে শুরু করে সাইটটির সার্ভার। ’
নেইমচিপ এবং ক্লাউডফ্লেয়ারের সঙ্গে তুলনা করতে গেলে ওয়ার্ডপ্রেস সাইটে আক্রমণের ঘটনা হয়ত তেমন বড় কিছু নয়। ওই দুই সাইবার আক্রমণের ঘটনায় প্রতি সেকেন্ড ৪০০ জিবি ডেটা ট্রান্সফারের ঘটনাও ঘটেছিল।

তবে ওয়ার্ডপ্রেস ডিডিওএস আক্রমণের বিশেষত্ব হচ্ছে ওই ঘটনায় মূল হোতা নাকি মাত্র একজন হ্যাকার।
এ বিষয়ে সিডের বক্তব্য, “নিজের পরিচয় গোপন রেখে মাত্র একজন সাইবার অপরাধী কয়েক হাজার বৈধ ওয়ার্ডপ্রেস সাইট ব্যবহার করেছে ডিডিওএস আক্রমণে। আপনারা কি বুঝতে পারছেন কত শক্তিশালী হতে পারে এ ধরনের সাইবার আক্রমণ!”

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.