রোদ্দুর অনুভব… হেঁটে হেঁটে ছুঁয়ে যাবে তোমার কলরব… পলকতলে জমা মেঘদল… খাঁচা ভেঙ্গে একদিন ঠিক এনে দিবো নোনাজল…
লিরিকস কিভাবে লিখে সে সম্পর্কে কোনও জ্ঞান বা জানাশোনা নেই , শখের বসে লিখে ফেলি খুব মন খারাপ হলে । এমনই আরেকটি লিরিকস, অনেকদিন আগে, মন খারাপের রাতে লিখা ।
শিরোনাম – ডায়েরির পাতায় গোপন বৃষ্টিরা
হাতের তালুতে গল্প জমাট
বেঁচে থাকাটাই রূপকথা
পথ হারানো ধুলোর ভেতর
শব্দ খুঁজছে নীরবতা।
দিন ফুরানো আলোর পরে
ঘুম পোড়ানো স্মৃতি
তোমার শাড়ির নীলচে সুতোয়
আমার ভুলের চড়ুইভাতি।
তবু দীর্ঘশ্বাস জমা থাকে
সময়ের দায়ভারে
ডায়রির পাতায়
তবু বৃষ্টিরা ফিরে আসে
নিভৃতে গোপনে
চোখেরও কোণায়।
চোরাবালিতে ডুবছে যখন
ভাঙ্গাচোরা কবিতার বাস (BUS)
এখনও অতীত রয়েছে জেগে
হয়ে অভিমানি পরিহাস । ।
আর দীর্ঘশ্বাস জমা থাকে
সময়ের দায়ভারে
ডায়রির পাতায়
তবু বৃষ্টিরা ফিরে আসে
নিভৃতে গোপনে
চোখেরও কোণায়।
তারপর বদলে গিয়েছে সব
খোঁজ রাখেনি তো কেউ
বালুচর অপেক্ষায় থেকেছে সারারাত
কড়া নাড়েনী কোনও ঢেউ। ।
এবং দীর্ঘশ্বাস জমা থাকে
সময়ের দায়ভারে
ডায়রির পাতায়
তবু বৃষ্টিরা ফিরে আসে
নিভৃতে গোপনে
চোখেরও কোণায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।