গত সপ্তাহে রিয়াল ভায়াদোলিদের মাঠ থেকে ১-০ গোলের হার নিয়ে ফেরা বার্সা ২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।
এক পয়েন্ট বেশি নিয়ে বার্সার ঠিক ওপরে আতলেতিকো মাদ্রিদ। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭০। তিন দলেরই আর ১০টি করে ম্যাচ বাকি।
ঘরের মাঠ ক্যাম্প নউ-এ শুধু হ্যাটট্রিকই করেননি, একটা কীর্তিও গড়েছেন মেসি।
৩৭০ গোল নিয়ে এই আর্জেন্টাইন তারকা এখন বার্সার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। আগের রেকর্ডটা ছিল পওলিনিয়ো আলকান্তারার।
নেইমারের অনুপস্থিতিতে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের ১৮ মিনিটে আলেক্সিস সানচেসের পাস থেকে এগিয়ে দেন মেসি।
চার মিনিট পর জর্দি আলবার ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করেন সানচেস নিজেই।
৩৪ মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার দুর্দান্ত শট ৩-০ গোলে এগিয়ে দেয় স্বাগতিকদের।
মেসির দ্বিতীয় ও তৃতীয় গোলের জন্ম ৬৩ ও ৮৭ মিনিটের সময়। বাকি গোল দুটি ক্রিস্তিয়ান তেল্লো ও পেদ্রোর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।