বিআরটিএ লক্ষ্মীপুর সার্কেলে সরকারি কর্মকর্তার ছদ্মাবেশ ধারণ করে জনগণের সাথে প্রতারণা ও হয়রানির অভিযোগে সাইফুল ইসলাম জুয়েল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রবিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্দেশে লক্ষ্মীপুর সার্কেল কার্যালয়ে চেয়ার টেবিল নিয়ে বসে থাকা অবস্থায় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে বলে সংশ্লিষ্ট কার্যালয় সূত্রে জানা গেছে।
এ ঘটনায় বিআরটিএ লক্ষ্মীপুর সার্কেলের সহকারী পরিচালক গোলাম হায়দার সরকার বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
লক্ষ্মীপুরের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আনোয়ার উল হালিম জানান, মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে, সাইফুল নামে একজন ভুয়া কর্মকর্তা বিআরটিএ অফিসে আছেন। ওই ব্যক্তি এখানে স্থানীয় জনগণকে জিম্মি করে নানাভাবে প্রতারিত করে আসছেন।
পরে জেলাপ্রশাসক বিষয়টি জানার পরে নিজস্বভাবে তদন্ত করে ওই অফিসে যথারীতি চেয়ারে কর্মরত অবস্থায় তাকে পেয়ে পুলিশে সোপর্দ করেন।
তিনি জানান, এসময় ওই ব্যক্তি নিজেকে সরকারি কর্মচারীর মিথ্যা পরিচয় দিয়েছে। এজন্য তার বিরুদ্ধে বিআরটিএ লক্ষ্মীপুর সার্কেলের এডি সদর থানায় অভিযোগ করা হয়েছে। তার ব্যাপারে পুলিশ তদন্ত করে মামলা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এ ধরনের অপরাধে জড়িত দোষী ব্যক্তির দণ্ডবিধির ১৭০ ধারা মোতাবেক দুই বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ডে দণ্ডিত অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
বিআরটিএ লক্ষ্মীপুর সার্কেলে কর্মরত কাজল আক্তার এক নারী এমএলএসএস (পিয়ন) জানান, দীর্ঘদিন ধরে জুয়েল অফিসে কাজ করছেন।
এদিকে, জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন প্রশাসনের নাগের ডগায় দীর্ঘদিন ধরে কিভাবে ওই ব্যক্তি অফিসে চেয়ার টেবিল নিয়ে কাজ করেছেন তা জানতে চাইলে বিআরটিএ লক্ষ্মীপুর সার্কেলের সহকারী পরিচালক গোলাম হায়দার সরকার বিষয়টি এড়িয়ে যান।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।