আমাদের কথা খুঁজে নিন

   

কোথায় পাবো তারে?

আমি জানিনা আমরা বাংলাদেশে কখনও নেপালের সুশীল কৈরালা বা উরুগুয়ের প্রেসিডেন্ট হোসে মুহিকার মতো কোন নেতা পাব কিনা? কোন কি সম্ভাবনা আছে? মনে হয়না আছে। এর একটা কারন হতে পারে- এসব সত্যিকারের মহান নেতাদের ব্যাপারে পত্রিকা ও পাঠ্যপুস্তকে প্রচারের অভাব।

আমাদের শিশুরা যখন বেড়ে ওঠে তখন তারা কখনো কোন রোল মডেল পায় না যাকে অনুসরণ করে শিশু তার জীবনকে সমৃদ্ধ করতে পারে। সেই সব প্রকৃত মহামানবদের খোঁজ কেউ তাদের দেয়না যারা সফলভাবে রাষ্ট্র পরিচালনার জন্য অনুকরণীয় হয়ে আছেন কিন্তু রয়ে গেছেন সবার অগোচরে, যাদের কর্মময় জীবনী ইতিহাস আমাদের শিশুদের শিখাবে কীভাবে দেশকে ভালোবাসতে হয়, কীভাবে দেশকে বদলাতে হয় । আমাদের শিশুদের পাঠ্যপুস্তকে কখনও থাকে না একজন লি কুয়ান ইউ এর জীবনী ইতিহাস যিনি একাই বদলে দিয়েছিলেন আজকের সিঙ্গাপুরের চেহারা (http://en.wikipedia.org/wiki/Lee_Kuan_You), কিংবা দক্ষিন কোরিয়ার পার্ক চুন হি /কিম দায় জং কথা- যাদের কারনে দক্ষিন কোরিয়া আজ আর বাংলাদেশের মতো একটা তৃতীয় বিশ্বের দেশ হয়ে নেই।

আজ আমাদের শিশুরা ওদের বেড়ে ওঠার সময়গুলোতে দেখছে হাসিনা আর খালেদার মত নেতাদের যারা সারাক্ষন মেতে থাকে ক্ষমতা নিয়ে ভয়ংকর যুদ্ধ যুদ্ধ খেলায় কিংবা বুশ পুতিনদের মতো তথাকথিত বিশ্ব নেতাদের যাদের নোংরা মেরুকরনের শিকার আজ সারা বিশ্ব রাজনীতি। এদেশের শিশুদের মধ্যে থেকে তাহলে সত্যিকারের দেশপ্রেমিক নেতা সৃষ্টি হবে কীভাবে? এ ক্ষেত্রে দৈনিক পত্রিকাগুলোও কি তাদের দায় এড়াতে পারে? জর্জ বুশ, নরেন্দ্র মোদী, কিংবা পুতিনের মতো তথাকথিত 'বিশ্ব ব্যক্তিত্ব' দের খবর যতবার হাইলাইট করা হয় পত্রিকায়, সে তুলনায় ঐ সকল সত্যিকারের সফল রাষ্ট্রনায়কদের কথা তার সিকিভাগও প্রকাশিত হয় না। কখনও কি সিঙ্গাপুরের লি কুয়ান ইউ কে নিয়ে এদেশের পত্রিকায় কোন নিবন্ধ প্রকাশ হয়েছে? এ দেশে অল্প বয়সী কেউ কি জানে কে এই 'অখ্যাত' মানুষটা? কি তার অবদান ছিল সেই সিঙ্গাপুরের আজকের সিঙ্গাপুর হয়ে ওঠায়? কোথাও কি আমাদের শিশু কিশোররা পড়তে পেরেছে নিউজিল্যান্ড এর এক মহান নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক এর জীবনী যিনি সাধারন মানুষের সাথে একই লাইনে দাড়িয়ে ডিপার্টমেন্টাল স্টোর থেকে বাজার করতেন । আমাদের প্রাথমিক, মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তকে অনেক ধর্মীয় মহামানবদের ইতিহাস আমরা দেখি, কিন্তু এইসব সত্যিকারের মহামানবদের কথা কখনো কি উল্লেখ করা হয়, যারা মাহাত্মা গান্ধী বা বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো শুধু ক্যারিসমাটিকই ছিলেন না বরং নিজেদের উচ্চ নৈতিকবোধ, দৃঢ় প্রত্যয়, সততা আর তীব্র দেশপ্রেম দিয়ে বদলে দিতে পেরেছিলেন নিজেরদের দেশকে।
আমাদের শিশুদের পাঠ্য পুস্তকে বিশ্বের সত্যিকারের সফল রাষ্ট্রনায়কদের ইতিহাস অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে।

আমাদের শিশুরা যেন ছোট বেলা থেকেই এইসব সত্যিকারের হিরোদের সাথে পরিচিত হতে পারে আর তাদের মতো করে কিছু করার স্বপ্ন দেখতে পারে দেশকে নিয়ে। শিশুদের শুধু গনিত আর বিজ্ঞান শেখালেই হবেনা আগে শিশুদের সত্যিকারের মানুষ হয়ে উঠতে শেখাতে হবে।

আমি অনুরোধ করবো প্রথম আলো যেন গনিত অলিম্পিয়াড এর মতো এমন একটা কর্মসুচি নেয় যেটা আমাদের ভবিষ্যৎ কর্ণধার এই শিশুদের মধ্যে থেকে একজন সত্যিকারের সফল নেতার সৃষ্টি হতে দারুন ভূমিকা রাখবে। প্রথম আলো কি পারেনা এমন কিছু করতে? অনেক কিছুই তো করলেন আপনারা। এবার এমন কিছু মানুষ তৈরি করা যায়না যারা একদিন হয়ে উঠবে বাংলাদেশের 'সুশীল কৈরালা', 'হোসে মুহিকা', কিংবা 'লি কুয়ান ইউ'!।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.