আমাদের কথা খুঁজে নিন

   

এয়ারটেল দিয়ে পিসিতে হাই স্পীডে ফ্রি ইন্টারনেট ব্যাবহার করুন। :)

সবাইকে আমার সালাম। আশা করি সবাই ভালো আছেন। কাজের কথায় আসি।
গ্রামীন এর দিন শেষ। এখন এয়ারটেল দিয়ে হাই স্পীডে ফ্রি ইন্টারনেট ব্যাবহার করুন।

প্রথমে একটা ইন্টারনেট পেকেজ একটিভ করুন। আপনি ৩জি পেক নিলে এবং ৩জি এরিয়ায় থাকলে ৩জি স্পীড পাবেন। আমার মতে ৩জি নিলেই ভালো। কারন স্পীড ১এম্বিপিএস পাওয়া যায়। আমি নিজেও ৩জি ব্যাবহার করি।

এমবি কেনার জন্য ডায়াল করুন *১২১*৭#।
এবার এখান থেকে এই ফাইলটা নামান। এখন এটা এক্সট্রাক্ট করেন।
আপনার মডেম এ apn- wap নাম দিয়ে একটা নতুন acces point খুলুন।

এবার কানেক্ট ক্লিক করে simple server exe. ফাইলটা ওপেন করুন।

রেডি লেখা উঠলে মিনিমাইজ করে রাখুন। ব্যাস কাজ শেষ। এবার আরামসে এয়ারটেলকে বাশ দিতে থাকুন।
ডাউনলোড স্পীডের কিছু স্ক্রীনসট নিচে দেয়া হল।



সবাই ভালো থাকবেন।


খোদাহাফেজ।

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।