আমাদের কথা খুঁজে নিন

   

চীনা অস্ত্রের দ্বিতীয় বৃহৎ ক্রেতা বাংলাদেশ

২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশ যে সব অস্ত্র কিনেছে তার ৮২ শতাংশই কিনেছে চীনের কাছ থেকে।

সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য উল্লেখ করে জানিয়েছে, শুধু বাংলাদেশই নয়, এশিয়া মহাদেশের ওই অঞ্চলটিতেই অস্ত্র রফতানির দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে আছে চীন। ভারতীয় উপমহাদেশে পাকিস্তান সরকার যা অস্ত্র আমদানি করে তার ৫৪ শতাংশ যায় চীন থেকে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে যে, বিশ্বের অন্তত ৩৫টি দেশে অস্ত্র রফতানি করে চীন। আর এই দেশুগুলোর মধ্যে চীনা অস্ত্রের দ্বিতীয় বৃহৎ ক্রেতা দেশ হলো বাংলাদেশ।

সংস্থাটি আরো জানায়, গত বছর বাংলাদেশ সরকার তাদের দেশের অস্ত্রভাণ্ডারে প্রথমবারের মতো ডুবোজাহাজ যোগ করার উদ্দেশ্যে চীন থেকে দুটি ডুবোজাহাজ ক্রয়সংক্রান্ত একটি চুক্তি করেছে।

আইএইচএস জেন-এর তথ্য অনুযায়ী ২০১২ সালে সাড়ে তিশ’ মিলিয়ন ডলারের অস্ত্র কেনার পর চীনের দ্বিতীয় বৃহৎ অস্ত্র-ক্রেতায় পরিণত হয় বাংলাদেশ।

এসআইপিআরআই’র তথ্য অনুযায়ী, ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত চীন থেকে জাহাজ থেকে একাধিক ছোঁড়ার মিসাইল, ট্যাংক, ফাইটার প্লেনসহ বিভিন্ন অস্ত্র কিনেছে বাংলাদেশ। একই সময় ফ্রান্সের কাছ থেকে একাধিক হেলিকপ্টার, জার্মানি থেকে এমপি এয়ারক্রাফট, ইতালি থেকে হালকা হেলিকপ্টার এবং রাশিয়া থেকে এপিসি কিনেছে বাংলাদেশ।

এদিকে, গত পাঁচ বছরে অস্ত্র কেনার দিক থেকে সারা বিশ্বে এক নম্বর তালিকাভুক্ত দেশ ভারত।

সুইডিশ গবেষণা সংস্থাটি জানায়, প্রতিদ্বন্দ্বী দেশ চীন ও পাকিস্তানের চাইতেও তিন গুণ বেশি অস্ত্র কিনেছে ভারত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।