আমাদের কথা খুঁজে নিন

   

অতিরিক্ত চিনির ভারে গুদামের দেয়াল ধস

অতিরিক্ত চিনির ভারে কুষ্টিয়া চিনিকলের একটি গুদামের দেয়াল ধসে পড়েছে। এতে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে চিনিকলটির।

আজ মঙ্গলবার সকালে হঠাৎ করেই ছয় হাজার টন চিনি ধারণ ক্ষমতার এই গুদামটির দক্ষিণ পাশের দেয়ালের একটি বড় অংশ ধসে পড়ে। এতে বেশ কিছু বস্তা ফেটে চিনি ছড়িয়ে পড়েছে। তবে সে সময় ওই গুদামে লোকজন ছিল না বলে হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ৮টার দিকে হঠাৎ করে চিনিকলের একটি গুদামের দেয়াল ধসে চিনির বস্তা চারদিকে ছড়িয়ে পড়ে। এছাড়া অনেকগুলো চিনির বস্তা ফেটে গিয়ে চিনি ড্রেন ও আগাছার মধ্যে ছড়িয়ে পড়ে।

ঘটনাটা খুব সকালে হওয়ায় ওই গুদামের ভেতরে বা বাইরে কোনও শ্রমিক ছিল না, যদি কেউ থাকতো তাহলে বড় ধরনের প্রাণহানির ঘটতে পারতো বলে জানান সংশ্লিষ্টরা।

তবে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এসএম সুদর্শন দাবি করেছেন, গুদামটিতে ধারণ ক্ষমতার অতিরিক্ত চিনি মজুদ নেই।

তিনি বলেন, গুদামটি অনেক পুরনো হওয়ায় এর দেয়াল ধসে পড়েছে।

ক্ষয়-ক্ষতির পরিমানও বেশি নয়।

উল্লখ্য, চিনিকলে ২০১১-১২ এবং ১২-১৩ মাড়াই মৌসুমে উৎপাদিত চিনির বেশিরভাগই বিক্রি হয়নি। আবার চলতি ১৩-১৪ মাড়াই মৌসুমে একই অবস্থা। চিনিকলের গুদামে বর্তমানে সাড়ে ১০ হাজার টনেরও বেশি চিনি পড়ে আছে। এই অতিরিক্ত চিনির চাপেই গুদামের দেয়াল ধরে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.