আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তান ভারসাম্যপূর্ণ দল : জহির আব্বাস

পাকিস্তানের সাবেক ক্রিকেটার জহির আব্বাস। বর্তমানে দলটি ব্যাটিং পরামর্শক। এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে শিরোপা হাতছাড়া হওয়ায় বিশ্বকাপে অনেক সতর্ক তিনি। শিষ্যদের ব্যাটিং উন্নতির জন্য নিজেও কঠোর পরিশ্রম করেছেন, ক্রিকেটারদেরও খাটিয়ে নিয়েছেন। কোথায় কোথায় দুর্বলতা রয়েছে তা খুঁজে বের করে এ নিয়ে কাজ করেছেন।

জহির আব্বাস মনে করেন বিশ্বকাপে পাকিস্তান অনেক ভালো করবে। যদিও কঠিন গ্রুপে পড়েছে তার দল, তবুও শিরোপা জিততে পারে বলে মনে করেন তিনি। পিটিভি নিউজকে আব্বাস বলেন, 'এবারের পাকিস্তান দল খুবই ভারসাম্যপূর্ণ। দলে বেশ কয়েকজন খেলোয়াড় আছে, যারা নিজেদের দিনে একাই ম্যাচ জয় করতে সক্ষম। ' টি-২০ বিশ্বকাপে যেহেতু সব কঠিন প্রতিপক্ষকে মোকাবিলা করতে হবে তাই পাকিস্তানকে কোনো প্রকার ভুল করা যাবে না_এ বিষয়ে শিষ্যদের পরামর্শ দিয়েছেন।

জহির বলেন, 'এশিয়া কাপে ছেলেদের সঙ্গে নেটে আমি সময় কাটিয়েছি। তাদের ইতিবাচক মনোভাবে আমি বেশ সন্তুষ্ট। তবে এখনো উন্নতি করার ক্ষেত্র রয়েছে। তবে সবার আগে থাকতে হবে অনেক বেশি সতর্ক। ' আব্বাস বলেন, 'সবচেয়ে কঠিন গ্রুপে রয়েছে পাকিস্তান।

টুর্নামেন্টে প্রথম ম্যাচেই আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে মোকাবিলা করতে হবে এবং তারপর বিশ্বের শীর্ষ দলগুলোকে। তবে আমাদের প্রস্তুতি অনেক ভালো। ছেলেরা এবার কঠোর পরিশ্রম করেছে। তাই আমি আশাবাদী। '

 



সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.