আমাদের কথা খুঁজে নিন

   

মালদ্বীপ থেকে দেখা গেছে নিখোঁজ বিমানটি!

এবার নিখোঁজ বিমানটি দেখার দাবি করল মালদ্বীপের বাসিন্দারা। মালদ্বীপের অন্তর্গত দূরবর্তী কুদা হুবাধু দ্বীপের কিছু লোক ৮ মার্চ স্থানীয় সময় ভোর সোয়া ছয়টার দিকে একটি বিমান খুব নিচু দিয়ে উড়ে যেতে দেখেছে বলে দাবি করেছে। তাদের ধারণা সেটাই সম্ভবত নিখোঁজ মালয়েশীয় বিমান।

মালদ্বীপের সংবাদভিত্তিক ওয়েবসাইট হাভিরু অনলাইনে গতকাল মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে আজ বুধবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।

ওই ওয়েবসাইটের খবরে বলা হয়, মালদ্বীপের দূরবর্তী কুদা হুবাধু দ্বীপের কিছু লোক দাবি করেছেন, ৮ মার্চ স্থানীয় সময় ভোর ছয়টা ১৫ মিনেটে ভূ-পৃষ্ঠের কাছাকাছি থেকে বড় আকারের একটি উড়োজাহাজ উড়ে যেতে দেখেছেন তাঁরা।

উড়োজাহাজটির রং ছিল সাদা। আর গায়ে লাল ডোরা, যা দেখতে মালয়েশিয়ান এয়ারলাইনসের বিমানের মতো।

একজন প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়েছে, ‘এর আগে আমি কখনো আমাদের দ্বীপের ওপর দিয়ে এত নিচু হয়ে কোনো বিমান উড়ে যেতে দেখিনি। আমরা অনেক সিপ্লেন দেখেছি। কিন্তু আমি নিশ্চিত যে, এটা সিপ্লেন ছিল না।

আমি বিমানটির দরজা পর্যন্ত স্পষ্টভাবে দেখেছি। এবং সেটা দ্বীপের অনেকেই দেখেছেন। ’

এবিসি নিউজের প্রতিনিধি ও উপস্থাপক বব উডরাফ তাঁর টুইটারে এক জেলের দুটি ছবি প্রকাশ করেছেন। টুইটারে ছবির বিবরণে লেখা হয়েছে, এই জেলের দাবি, মাত্র পাঁচ হাজার ফুট ওপর দিয়ে একটি বিমান উড়ে যেতে দেখেছেন তিনি।

মালদ্বীপের সাংবাদিক ফারাহ আহমেদ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, আরও অনেক প্রত্যক্ষদর্শী একই ধরনের দাবি করেছেন।

তিনি বলেন, ‘এই মানুষগুলো প্রথমে অস্বাভাবিক নিচু থেকে উড়ে যাওয়া একটি উড়োজাহাজের বিকট শব্দ শোনেন। এরপর তাঁরা তা দেখতে বাইরে বেরিয়ে আসেন। ’

মালয়েশিয়া এয়ারলাইনসের এমএইচ ৩৭০ ফ্লাইটটি ২৩৯ জন আরোহী নিয়ে ৭ মার্চ রাতে নিখোঁজ হয়। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংয়ের উদ্দেশে যাত্রার এক ঘণ্টা পর এটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিকে খুঁজে বের করতে চিরুনি অভিযান চলছে।

এতে ২৬টি দেশ অংশ নিয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.