এর আগে দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-১ গোলে হারিয়ে আফগানিস্তান প্রথম দল হিসেবে শেষ চারে উঠে।
প্রথম ম্যাচে ডাবল হ্যাটট্রিক করা মালদ্বীপের অভিজ্ঞ স্ট্রাইকার আলী আশফাক এ ম্যাচে করেন চার গোল। দুই ম্যাচে দশ গোল করেন সর্বোচ্চ গোলদাতা হিসেবে তিনি এখন অপ্রতিদ্বন্দ্বী।
ম্যাচে মালদ্বীপের আলী ফাশির ও আলী উমর দুটি করে গোল করেন। আর ভুটানের পক্ষে দুটি গোল করেন পাসাং চং ও চেনচো গেইথচেন।
মালদ্বীপ প্রথম ম্যাচে ১০-০ গোলে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করেছিল। দুই ম্যাচে মালদ্বীপ করেন ১৮ টি গোল, আর খেয়েছে মাত্র দুটি গোল।
এর আগে প্রথম ম্যাটে ভুটান ৩-০ গোলে আফগানিস্তানের কাছে হেরেছিল। টানা দুই হারে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল তারা। আর আগেই এ গ্রুপ থেকে বিদায় নিয়েছিল শ্রীলঙ্কা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।